হার মানল রাহুল, তারকাহীন অস্কারে মনোনীত ‘চেলো শো’
RBN Web Desk: অস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে প্রথম পর্যায়ে মনোনয়ন পেয়েছে তার অভিনীত ‘চেলো শো’। ১৪ অক্টোবর ছবিটি ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সে দিন আর দেখা হলো না রাহুল কোলির। মাত্র ১৫ বছর বয়সেই কর্কটরোগের কাছে হার মানল সে। আজ সকালে আহমেদাবাদের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রাহুল।
পান নলিন পরিচালিত গুজরাটি ছবিটির কেন্দ্রীয় চরিত্র সময়ের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় অভিনয় করেছে রাহুল। ২ অক্টোবর প্রাতরাশের পরেই রাহুলের রক্তবমি শুরু হয়, সঙ্গে প্রবল জ্বর। চিকিৎসকরা জানান, লিউকেমিয়া অর্থাৎ রক্তকণিকার ক্যানসারে আক্রান্ত ছিল রাহুল।
আরও পড়ুন: আবারও থ্রিলারে অরিন্দম
রাহুলের বাবা, পেশায় অটোরিকশা চালক রামু কলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘চেলো শো’ মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাঁর ছেলে। রাহুলের স্মরণে তাঁদের গ্রামে একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।