এবার ক্রাইম রিপোর্টার পরমব্রত
RBN Web Desk: গোয়েন্দাদের কাজ যেমন রহস্যের অনুসন্ধান করা, তেমনই পেশার খাতিরে কিছু ক্ষেত্রে সাংবাদিকদেরও অনেক সময় সেই কাজই করতে হয়। আর কাজটা যদি হয় ক্রাইম রিপোর্টারের তাহলে জুতসই রহস্য খুঁজে বার করাটাই তার পেশাগত দায়িত্ব হয়ে দাঁড়ায়।
এবার এক দৈনিক পত্রিকার ক্রাইম রিপোর্টারের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। পরিচালক অনিন্দ্য বিকাশ দত্তর পরবর্তী ছবি ‘শকুনের লোভ’-এর মুখ্য চরিত্রে থাকছেন তিনি। পরমব্রত ছাড়াও ছবির অন্যান্য ভূমিকায় রয়েছেন জয় সেনগুপ্ত, তুহিনা দাস, শঙ্কর চক্রবর্তী, রতন সরখেল ও তপতী মুন্সী।
ছবির কাহিনী ক্রাইম রিপোর্টার অনির্বাণকে (পরমব্রত) ঘিরে আবর্তিত। সংবাদমাধ্যমে চাকরি করলেও একটা সময় সে নানা দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে। অপরাধ জগতের নিত্য নতুন খবর সংগ্রহে ক্রমশ যেন পিছিয়ে পড়তে থাকে অনির্বাণ। চাঞ্চল্যকর অপরাধের খবর জোগাড় করতে না পেরে সে কোণঠাসা হতে থাকে তার কাজের জগতে। এর সঙ্গে যোগ হয় অফিস পলিটিক্স যা প্রতিদিন তাকে আরও বেশি করে ঠেলে দেয় ব্যর্থতার অন্ধকারে। সাংবাদিকতার পেশা অনির্বাণের অন্যতম প্যাশন হলেও জীবনযুদ্ধে ক্রমশ হেরে যেতে থাকে সে। এদিকে তার মা মৃত্যুশয্যায়, ক্রীড়া সাংবাদিক পিতা অনেক আগেই মারা গেছেন। এমন কি তার ভালবাসার মানুষ মৌও একসময় তাকে ছেড়ে চলে যায়।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
এহেন পরিস্থিতিতে হঠাৎই একদিন যেন আশার আলো দেখতে পায় অনির্বাণ। ষোল বছর পুরোনো একটি হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায় সে, যেখানে এক পার্সি মহিলাকে গুলি করে খুন করা হয়েছিল। বন্ধ হয়ে যাওয়া সেই কেসের অনুসন্ধান করতে অনির্বাণ পৌঁছে যায় ডালহৌসি চত্বরের এমন এক জায়গায় যেখানে আগে কোনও সাংবাদিকের পা পড়েনি। একের পর এক নতুন দিক উন্মোচিত হতে থাকে এই পুরোনো হত্যাকাণ্ডের। পুলিশের তরফে সেই সময় অনুসন্ধান বন্ধ করে দেওয়া হলেও ষোল বছর পরে নতুন কমিশনার এসে সেই কেসকে আবার জাগিয়ে তোলেন। অনির্বাণের কাছেও একটার পর একটা ধাঁধার সূত্র আসতে থাকে সেই হত্যাকাণ্ড সম্পর্কে। কিন্তু এত সহজে সে কি পারবে দেড় দশকেরও আগে ঘটে যাওয়া এক অপরাধ রহস্যের কিনারা করতে? এই প্রশ্নেরই উত্তর খুঁজবে ‘শকুনের লোভ’।
ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন অনিন্দ্য ও সুরবেক বিশ্বাস। চিত্রগ্রহণ করেছেন সুপ্রিয় দত্ত। সঙ্গীতের দায়িত্বে আছেন আশু চক্রবর্তী, শোভন গাঙ্গুলী ও বিশ্ববিজয় সেন। আবহ সঙ্গীত করেছেন বিশ্ববিজয় ও প্রতিজ্যোতি ঘোষ।
৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘শকুনের লোভ’।