মঞ্চে ফিরছে পরবাস
কলকাতা: প্রথম প্রকাশ ১৯৭৫ সালে। ২০১৬-তে নিজের লেখা একসময়ের মঞ্চসফল নাটক পরবাস-এ শেষবারের মত অভিনয় করেছিলেন মনোজ মিত্র। তার ঠিক দুবছর পর আবার মঞ্চে ফিরছে পরবাস। এবারের প্রযোজনা আমরা কুহক নাট্যগোষ্ঠীর। নির্দেশনায় সাগ্নিক চৌধুরী।
পরবাস-এর মুখ্য চরিত্র গজমাধব মুকুটমণি, যার বর্তমান বাসস্থান কলকাতার এক বারো-ঘর-এক-উঠোন ভাড়াবাড়ি। গ্রাম ও পরিবারের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক চুকে যাওয়া গজমাধবের সম্বল বলতে একটি ছাতা, একটি জলের কুজো, একটি পোঁটলা, ও আরও অতিসামান্য কয়েকটি জিনিস, বিনামূল্যে দিলেও যা নেবে না কেউ। সেই পঞ্চাশোর্ধ লোকটিকে উৎখাত করতে উদ্যত হন বাড়ির মালিক করালী দত্ত। সব রকম চেষ্টা করেও তা আটকাতে পারেন না গজমাধব। আদালতের সমনও নিয়ে আসেন করালী। ঠিক সেই সময় বাড়িতে নতুন ভাড়াটে হয়ে আসেন মন্দিরা। গজমাধববের সাথে বেশকিছু ব্যাপারে মনের মিল খুঁজে পায় বয়সে অনেকটাই ছোট মন্দিরা। বাড়িকে ঘর বানানোর স্বপ্ন দেখতে থাকেন গজমাধব।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
১৯৭১-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভিটেমাটি ছেড়ে কলকাতায় আসেন বিপুল সংখ্যক বাঙালি উদ্বাস্তু। তীব্র আকার ধারণ করে শহরের বসতবাড়ির সমস্যা। মাথা গোঁজার স্থানের এই অভাবই প্রহসনধর্মী নাটক পরবাস-এ তুলে এনেছিলেন মনোজ মিত্র। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন ভদ্রতার আড়ালে ক্রমাগত ক্ষয় হতে থাকা এক সমাজের ছবি।
সংকটে ভূমিকন্যা
কিন্তু হঠাৎ পরবাস মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিলেন কেন?
রেডিওবাংলানেট-কে সাগ্নিক জানালেন, “আমরা মৌলিক একটি নাটক নিয়ে কাজ করতে শুরু করেছিলাম। কিন্তু সেই নাটকটিতে প্রায় ১৯টি চরিত্র আছে এবং তার স্কেলও অনেকটাই বড়। প্রথম প্রযোজনা হিসেবে সেই নাটকটি পরে উপযুক্ত মনে হয়নি আমাদের। তাই পরবাস মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিই।”
তৈরি হল না যে ঘরে বাইরে
পরবাস-এ গজমাধবের ভূমিকায় অভিনয় করছেন অর্ণব বিশ্বাস, মন্দিরার চরিত্রে দেবী ভট্টাচার্য। করালী দত্তর চরিত্রে দেখা যাবে ইমনকল্যাণ সিংহরায়-কে। এছাড়াও অন্যান্য চরিত্রে আছেন রৌণক দেবনাথ, শঙ্খদীপ দাস, অনিন্দ্য বোস, অয়ন্তন দাস ও সৌমাল্য দাস। এদের মধ্যে অনেকেরই এটা মঞ্চে প্রথম অভিনয়। ছোট একটি চরিত্রে অভিনয় করছেন পরিচালক নিজেও।
“চার দশক আগে এই নাটক লেখা হলেও, তার বিষয়বস্তু আজও সমান প্রাসঙ্গিক। তাই মূল নাটকটি অপরিবর্তিত রেখেছি আমরা। দর্শকদের ভালো লাগবে বলেই মনে হয়,” দাবী সাগ্নিকের।
পরবাসের প্রথম অভিনয় ৩০ আগস্ট জ্ঞান মঞ্চে।