‘নিশির ডাক’-এ নয়া মোড়
RBN Web Desk: একাধিক বাধা পেরিয়ে দৈবকুণ্ডের কাছে এসে পৌঁছয় ছোট্ট তারা। কিন্তু যে কোনও মূল্যে তারাকে দৈবকুণ্ডে যাওয়া থেকে বিরত রাখতে শেষ পর্যন্ত নাগপিশাচিনীকে পাঠায় নিশি। নাগপিশাচিনী তারার পরিবারের এক সদস্যের ছদ্মবেশে তার সামনে উপস্থিত হয়।
এদিকে শ্রীময়ীও উপস্থিত হয় সেখানে। নাগপিশাচিনী শত চেষ্টা সত্বেও শ্রীময়ীর সদ্যজাত সন্তানকে দৈবকুণ্ডে ফেলে দেয় তারা। মা কালীর বিশ্বাস আবার ফিরে পায় তারা আর এখান থেকেই শুরু হয় নতুন গল্প।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
একটি জনপ্রিয় বাংলা বেসরকারী বিনোদমূলক চ্যানেলে সম্প্রচারিত ‘নিশির ডাক’ ধারাবাহিকে আসতে চলেছে এক নতুন মোড়। এই ধারাবাহিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টুম্পা ঘোষ, সৈরিতি বন্দ্যোপাধ্যায় ও সৌম্য বন্দোপাধ্যায়। শ্রীময়ীর চরিত্রে রয়েছেন টুম্পা এবং নিশির ভূমিকায় দেখা যাচ্ছে সৈরিতিকে।