সত্যবতীর চরিত্রে মৌনী
RBN Web Desk: হিন্দি টেলিভিশনে তিনি অতি পরিচিত মুখ। বড়পর্দায় কাজ করেছেন রীমা কাগতী, অয়ন মুখোপাধ্যায়ের মতো পরিচালকদের সঙ্গে। তবে বাঙালি হয়েও বাংলা ছবিতে এখনও পর্যন্ত তাঁর কাজ করা হয়ে ওঠেনি। শেষমেশ সেটাই হতে চলেছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘দুর্গরহস্য’ অবলম্বনে বিরসা দাশগুপ্তের একই নামের ছবিতে সত্যবতীর চরিত্রে অভিনয় করতে চলেছেন মৌনী রায়।
এই ছবিতে ব্যোমকেশ বক্সীর চরিত্রে থাকছেন দেব। উত্তমকুমার থেকে শুরু করে শ্যামল ঘোষাল, আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়কে বড়পর্দায় এই চরিত্রে দেখা গেছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন দেব।
আরও পড়ুন: টেলিভিশনে ফিরছেন শুভাশিস
সূত্রের খবর, আপাতত ‘দুর্গরহস্য’-এর নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক নিয়ে মৌনীর কথাবার্তা চলছে। তিনি রাজি হলেই মে থেকে শুরু হবে এই ছবির শুটিং।
ছবি: ট্যুইটার