ফের খল চরিত্রে মোনালিসা পাল
RBN Web Desk: ফের খল চরিত্রে অভিনয় করতে চলেছেন মোনালিসা পাল। কে আপন কে পর ধারাবাহিকে খল চরিত্র তন্দ্রার ভূমিকায় অভিনয় করে তিনি ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন।
শীঘ্রই একটি নতুন বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে শুরু হবে ধারাবাহিক বেদের মেয়ে জ্যোৎস্না। এই ধারাবাহিকেই মুখ্য খল চরিত্রে দেখা যাবে মোনালিসাকে।
১৯৮৯ সালে বাংলাদেশে বড় পর্দায় মুক্তি পায় বেদের মেয়ে জোসনা। এই ছবি পরিচালনা করেন তোজাম্মেল হক বকুল। মুখ্য ভূমিকায় ছিলেন অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চন। সেই একই ছবি ১৯৯১ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় পরিচালনা করেন মতিউর রহমান পানু। অঞ্জু ছাড়াও অন্যতম মুখ্য চরিত্রে ছিলেন চিরঞ্জিত, শম্ভু ভট্টাচার্য ও শুভেন্দু চট্টোপাধ্যায়। বাংলা ছবির ইতিহাসে অন্যতম সফল ছবি ছিল বেদের মেয়ে জোসনা।
নায়ক শহর কলকাতা
এই একই গল্প অবলম্বনে এবার আসছে বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকটি। মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন রবি শ ও স্নেহা দাস।
মোনালিসা এর আগে কাজ করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে, যার মধ্যে চোরাবালি, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, ও দীপ জ্বেলে যাই অন্যতম।
৩ ফেব্রুয়ারী থেকে দেখা যাবে ছোট পর্দায় বেদের মেয়ে জ্যোৎস্না।