‘অল্প জাস্টিস’-এর দাবী, প্রথা ভেঙে মুক্তি পাচ্ছে সৃজিতের ছবি
RBN Web Desk: কমিশনের সামনে দাঁড়িয়ে চন্দ্রচূড় ঘোষ। নেতাজী সুভাষচন্দ্র বসু ও গুমনামী বাবা সংক্রান্ত তাঁর গবেষণার নথি পেশ করছেন ইতিহাসবিদ। তাঁর তত্ত্বকে মানতে চাইছেন না অনেকেই। টানা কথা বলে ক্লান্ত চন্দ্রচূড়কে কমিশনের এক সদস্য জিজ্ঞাসা করলেন, ‘আপনার কি একটু জল লাগবে?’ চন্দ্রচূড়ের শ্লেষাত্মক উত্তর, ‘না মি-লর্ড, জল না। আমার একটু ন্যায় হলেই চলবে। অল্প জাস্টিস।’
আজ সকালে মুক্তি পেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘গুমনামী’র ট্রেলার। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চন্দ্রচূড়ের ভূমিকায় থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁর স্ত্রী রণিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। নেতাজীর অন্তর্ধান রহস্য অনুসন্ধানের উদ্দেশ্যে গঠিত মুখার্জী কমিশনের রিপোর্ট এবং অনুজ ধর ও চন্দ্রচূড়ের লেখা ‘কনানড্রাম’ বইটি অবলম্বনেই এই ছবি পরিচালনা করেছেন সৃজিত।
আরও পড়ুন: চেনা লুকেই ‘গুমনামী’তে তনুশ্রী
গান্ধী জয়ন্তীতে মুক্তি পাচ্ছে ‘গুমনামী’। তবে ২ অক্টোবর এবার বুধবার। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথা অনুযায়ী শুক্রবার ছাড়া কোনও ছবি মুক্তি পায় না। তাই সপ্তাহের মাঝখানে ‘গুমনামী’র মুক্তি বাংলা ছবির ক্ষেত্রে ব্যতিক্রমী বলাই যায়।