বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে আসছে ‘মিশা’
কলকাতা: এক ঝড়জলের রাতে অফিস থেকে ফেরার পথে অনীকের দেখা হয় মিশার সঙ্গে। মিশাকে বাসস্টপে একা দাঁড়িয়ে থাকতে দেখে তাকে গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দেয় অনীক। এরপর বিভিন্ন ঘটনার মধ্য দিয় দুজনের সম্পর্ক ঘনিষ্ট হয়। একটা সময় মিশাকে বিয়ের প্রস্তাব দেয় অনীক।
কিন্তু প্রস্তাব শুনে বেঁকে বসে মিশা। তার ধারণা, অনীকের পরিবার তাকে গ্রহণ করবে না, কারণ সে মুসলমান। মিশাকে বোঝানোর চেষ্টা করে অনীক। বলে, ধর্ম কোনওদিনই তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না। অনীক নিজের বাড়িতেও জানায় যে সে মিশাকে বিয়ে করতে চায়। অনীকের মা তমালি শুরুতে ঘোরতর আপত্তি করলেও, পরে মেনে নেয় ছেলের সিদ্ধান্ত। একটি বাগানে মিশার সঙ্গে দেখা করতে যায় তমালি। এই বাগানে প্রায়ই দেখা করত অনীক ও মিশা। তমালি দেখে, অনীক তার পাশে বসা কারোর সঙ্গে কথা বলছে, যদিও সেই জায়গায় একমাত্র তার ছেলে ছাড়া আর কেউ উপস্থিত নেই। এই দৃশ্য দেখার পর জ্ঞান হারায় তমালি।
তারপর কি হল, সেই গল্প বলতেই আসছে পরিচালক শুভ্রাংশু বসুর ছবি ‘মিশা’।
দোলের দিন আর নয় বসন্ত উৎসব, সিদ্ধান্ত বিশ্বভারতীর
সম্প্রতি শহরে ‘মিশা’র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা। এই ছবির নামভূমিকায় অভিনয় করেছেন দেবীকা সেনগুপ্ত। এটি তাঁর প্রথম ছবি। অনীক ও তমালির চরিত্রে আছেন যথাক্রমে টোটা রায়চৌধুরী ও তুলিকা বসু। এছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী, রাজেশ শর্মা, খরাজ মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার ও অরুণ বন্দোপাধ্যায়কে। ছবির সঙ্গীত হেঁসেলের দায়িত্বে আছেন অরিন।
রেডিওবাংলানেট-কে শুভ্রাংশু জানালেন, “বিশ্বাস-অবিশ্বাসের মাঝে একটা বিরাট দ্বিধার জায়গা আছে। যা আমাদের পাঁচটা ইন্দ্রিয়তে ধরা পড়ে না, শুধুমাত্র সেগুলোই কি সত্যি? এ বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে এবং সেটা নিয়ে দীর্ঘ পড়াশোনা করেছি আমি। তারই ফসল এই ছবি।”
১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘মিশা’।