মাধবনের সঙ্গে ওয়েব সিরিজ়ে মীর
RBN Web Desk: দক্ষিণী তারকা রঙ্গনাথন মাধবনের সঙ্গে ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন মীর অফসর আলী। আজ সোশ্যাল মিডিয়ায় মীর নিজেই জানালেন সে কথা। মাধবন ও মীর ছাড়াও ‘ডিকাপলড’ নামের এই সিরিজ়ে অভিনয় করেছেন সুরিভন চাওলা।
মীর আরও জানিয়েছেন যে এর আগে ওয়েব মাধ্যমে তিনি কখনও কাজ করেননি। এটাই প্রথম। পরিচালক হার্দিক মেহতার সঙ্গে কাজ করে তাঁর খুবই ভালো লেগেছে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
বিবাহিত জীবনের নানা সমস্যার কথা তুলে ধরবে ‘ডিকাপলড’। সিরিজ়ে স্বামী-স্ত্রী আর্য ও শ্রুতির ভূমিকায় অভিনয় করেছেন মাধবন ও সুরভিন। দু’জনেই বিবাহিত সম্পর্কে তিতিবিরক্ত। আলাদা হওয়ার ভাবনাচিন্তা করেও একই ছাদের নিচে থাকছে।
এছাড়া অভিজিৎ শ্রী দাসের পরিচালনায় ‘বিজয়ার পরে’ ছবিতে দেখা যাবে মীরকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী ও ঋতব্রত মুখোপাধ্যায়। এক প্রবীণ দম্পতির ভূমিকায় থাকছেন দীপঙ্কর দে ও মমতা শংকর।
১৭ ডিসেম্বর থেকে নেটিফ্লিক্সে দেখা যাবে ‘ডিকাপলড’।