ফিরল সৌমিত্রর স্মৃতি, মুক্তি পেল বহু প্রতিক্ষিত ছবির ট্রেলার
RBN Web Desk: তাঁর কণ্ঠস্বর দিয়েই শুরু। আজ মুক্তি পেল বহু প্রতিক্ষিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র ট্রেলার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের কাহিনী অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন অনিকেত চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, বরুণ চন্দ, শুভাশিস মুখোপাধ্যায় সহ একঝাঁক তারকা।
কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন নভেম্বরে। তাঁর স্মৃতিই ফিরল ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র মাধ্যমে। গোটা ট্রেলার জুড়েই শোনা গেল তাঁর গমগমে কণ্ঠস্বর।
অনিকেতের ছবি মুক্তি পাওয়ার কথা ছিল অনেক আগেই। করোনাকালে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় অন্যান্য ছবির মতো এটিরও মুক্তি পিছিয়ে যায়।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
তবে সৌমিত্র অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। এর মধ্যে রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বেলাশুরু’।
পুজোয় মুক্তি পেতে চলেছে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’।
ছবি: গার্গী মজুমদার