আরও অনেক উইকেট পড়া বাকি: লকেট চট্টোপাধ্যায়
RBN Web Desk: শ্রীকান্ত মোহতার মত পরিণতি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির আরও অনেকেরই হতে পারে, এমনটাই দাবী করলেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় । গতকাল রোজ়ভ্যালি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেপ্তার হন বাংলা ছবির সবথেকে বড় প্রযোজনা সংস্থা এসভিএফ-এর কর্ণধার শ্রীকান্ত। বড় পর্দা ছাড়াও টেলিভিশনের প্রথম সারির প্রযোজক এসভিএফ। প্রায় সবকটি মুখ্য বেসরকরী বিনোদনমূলক চ্যানেলে এসভিএফ প্রযোজিত মেগা-ধারাবাহিক প্রচারিত হয়ে থাকে।
আজ সংবাদমাধ্যমকে লকেট বলেন, শ্রীকান্তর গ্রেপ্তার দিয়ে বাংলা ছবির জগতে স্বচ্ছতা অভিযান শুরু হল। টালিগঞ্জে সিন্ডিকেট রাজ চালাত শ্রীকান্ত। তার প্রথম উইকেটটি পড়ল। আরও অনেক উইকেট পড়া বাকি, দাবী করেন লকেট।
হারানো লেত্তি, হারানো লাট্টু
অনেকেরই অভিযোগ, টালিগঞ্জে একচেটিয় আধিপত্য কায়েম করে রেখেছ এসভিএফ। একই সুর লকেটের গলায়। শ্রীকান্তর জন্য বহ অভিনেতা ও কলাকুশলী কাজ হারিয়েছেন, অভিযোগ করলেন তিনি।
এদিকে আজ ভূবনেশ্বর বিমানবন্দর থেকে সোজা সিবিআই-এর বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয় শ্রীকান্তকে। মোট তিনটি ধারায়—অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণা—মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।