বদলে যাচ্ছে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের ট্র্যাক
RBN Web Desk: আঠারো বছর এগিয়ে গেছে সময়। কিন্তু এখনও নিখিল শ্যামাকে ভুলতে পারেনি। নিখিলকে না জানিয়ে অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় তাকে ছেড়ে চলে যায় শ্যামা। নিজের সন্তানকে কোনওদিনও চাক্ষুষ দেখতে পাবে কিনা জানে না নিখিল। সারাদিন পারিবারিক ব্যবসার কাজে নিজেকে ব্যস্ত রেখে বর্তমানে নিখিল একজন আবেগহীন, অনুভূতিহীন মানুষ। সুনয়না এখন চৌধুরী পরিবারের কত্রী। চৌধুরী পরিবারের মশলা কোম্পানীর একজন সাধারণ কর্মী থেকে বর্তমানে সেই পরিবারের সর্বেসর্বা।
অন্যদিকে শ্যামা এখন বেনারসের একজন ভজন সংগীতশিল্পী। শ্যামার মেয়ে কৃষ্ণা এখন বড় হয়েছে। দূর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে শ্যামা। ফলে কৃষ্ণা জানতেও পারে না কে তার বাবা।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
কী হবে এরপর? কৃষ্ণা কি পারবে শ্যামা আর নিখিলকে একত্রিত করতে? সবকিছু ভুলে গিয়ে নিখিল কি শ্যামাকে আপন করে নেবে? শ্যামা কি ফিরে পাবে তার হারানো স্মৃতিশক্তি?
বর্তমানে এমনই কিছু প্রশ্নের ওপর দাঁড়িয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। বদলে যাচ্ছে এই ধারাবাহিকের প্রেক্ষাপট। নতুন ট্র্যাক নিয়ে আজ থেকেই জ়ি বাংলার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক।