দেব আনন্দের প্রভাব, সিঁড়ি দিয়ে ওঠার স্টাইল বদলে ফেলেন প্রসেনজিৎ
কলকাতা: দেব আনন্দকে দেখে সিঁড়ি দিয়ে ওঠার স্টাইলই বদলে ফেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গতকাল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশিষ্ট অভিনেতা-পরিচালক দেব আনন্দের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রদর্শনীর উদ্বোধনে এ কথা বললেন প্রসেনজিৎ। গগণেন্দ্র প্রদর্শশালায় অনুষ্ঠিত সাতদিন ব্যাপী এই প্রদর্শনীতে থাকছে দেব আনন্দকে নিয়ে নানা অজানা তথ্য সম্বলিত গল্প এবং ছবির সম্ভার। রয়েছে তাঁর ছবির কথা ও জীবনের গল্পও।
প্রসঙ্গ যখন দেব আনন্দ তখন তাঁর প্রাণোচ্ছলতা বিষয়ক কথা উঠে আসবেই। প্রদর্শনী দেখতে এসে আবেগঘন প্রসেনজিৎ বললেন, “দেব আনন্দ মানেই স্টার। বাংলায় যেমন আমরা স্টার বলতে উত্তমকুমারকে বুঝি, তেমনই হিন্দি ছবিতে অশোককুমার যুগের পরবর্তী তিনজন স্টার ছিলেন দেব আনন্দ, দিলীপ কুমার এবং রাজ কপূর।”
আরও পড়ুন: বড়দিনের লড়াইয়ে জমি ছাড়বেন না সোহম-দেব
তাঁর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সুবাদে বেশ কয়েকবার দেব আনন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রসেনজিতের। “একবার বাপিদার (লাহিড়ি) বাড়িতে ওঁর সঙ্গে দেখা হলো। আমরা সবাই একধাপ করে সিঁড়ি দিয়ে উঠছি, সবাই যেমন ওঠে। কিন্তু দেব আনন্দ উঠছেন দুটো করে সিঁড়ি টপকে, লাফিয়ে-লাফিয়ে। যেভাবে ওঁকে আমরা ছবিতে দেখতে অভ্যস্ত উনি বাস্তবেও ঠিক ততটাই প্রাণবন্ত ছিলেন। কখনও ধীরে হাঁটাচলা করতেন না। ওঁকে দেখেই আমি আজও সিঁড়ি দিয়ে উঠলে দু’ধাপ টপকে উঠি। ওই স্টাইলই মাথায় গেঁথে গেছে,” জানালেন প্রসেনজিৎ।
দেব আনন্দ পরিচালিত ছবিগুলোর মধ্যে তাঁর নিজের বড় হয়ে ওঠার সময়ের ছবি ‘হরে রামা হরে কৃষ্ণ’ তাঁর অত্যন্ত প্রিয় বলে জানালেন প্রসেনজিৎ। এছাড়াও ‘গাইড’ এবং ‘কালাপানি’ও তাঁর পছন্দের তালিকায় রয়েছে। এইসব ছবির গা আজও সমান জনপ্রিয় বলে মনে করেন প্রসেনজিৎ।
ছবি: সুফল ভট্টাচার্য