বদলে যাবে রাণী রাসমণি? নতুন জল্পনা
RBN Web Desk: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মেগাধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’। এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। সেই দিতিপ্রিয়াকে ঘিরেই নতুন জল্পনা সৃষ্টি হয়েছে টেলিপাড়ায়। ‘করুণাময়ী রাণী রাসমণি’তে রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে অভিনয় করছেন সৌরভ সাহা।
শোনা যাচ্ছে যে বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন দিতিপ্রিয়া। তাই ‘করুণাময়ী রাণী রাসমণি’র জন্য তিনি পর্যাপ্ত সময় দিতে পারছেন না। ক্রমশ তিনি ছবির কাজেই বেশি ব্যস্ত হয়ে পড়ছেন। আসলে চ্যানেলের সঙ্গে দিতিপ্রিয়ার কোনও চুক্তি নেই। তাই তাঁর অন্য কোথাও কাজ করতে কোনও বাধা নেই।
আরও পড়ুন: পুজোর মুখেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ঘোষণা হলো মুক্তির তারিখ
ইতিমধ্যেই শুভ্রজিৎ মিত্রর ‘অভিযাত্রিক’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন দিতিপ্রিয়া। সম্প্রতি ছবিটি গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। টিম ‘অভিযাত্রিক’-এর সঙ্গে গোয়ায় গিয়েছিলেন দিতিপ্রিয়া। এছাড়া দিয়া ঘোষের ‘বব বিশ্বাস’ ও অতনু বসুর ‘অচেনা উত্তম’ ছবিতে অভিনয় করছেন তিনি। অন্য বেশ কয়েকটি ছবি নিয়েও কথাবার্তা চলছে। তাই ছবির শুটিংয়ের কারণে টেলিভিশনে তিনি ডেট দিতে পারছেন না।
এমতাবস্থায়, সূত্রের খবর, ‘করুণাময়ী রাণী রাসমণি’র গল্পে বড়সড় কোনও মোচর আনার চিন্তাভাবনা করছে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ। নতুন কোনও অভিনেত্রীকেও আনা হতে পারে। তবে রাণী রাসমণি হিসেবে প্রবল জনপ্রিয় দিতিপ্রিয়ার বদলে সেই চরিত্রে অন্য কাউকে দর্শক মেনে নেবে না বলেই মনে করছে টেলিপাড়া।
ডেট নিয়ে সমস্যার কথা সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন দিতিপ্রিয়া। তবে তা নিতান্তই ছোটখাট বলে দাবি করেছেন তিনি।