এখনই নয় তৃতীয় ছবি: কার্তিক
কলকাতা: ‘ভুল ভুলাইয়া’ সিরিজ়ের তৃতীয় ছবি নিয়ে এই মুহূর্তে কোনও চিন্তাভাবনা করছেন না অভিনেতা কার্তিক আরিয়ান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন তিনি। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভুল ভুলাইয়া ২’-এর একটি গানের আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে গতকাল শহরে এসেছিলেন তিনি। কার্তিক ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন টাবু, কিয়ারা আডবাণী, রাজেশ শর্মা ও রাজপাল যাদব। ছবিটি পরিচালনা করেছেন অনিস বাজ়মি।
“প্রযোজনা সংস্থা ‘ভুল ভুলাইয়া’ ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে,” বললেন কার্তিক। “তবে তার আগে দেখতে হবে ‘ভুল ভুলাইয়া ২’ কতটা সফল হয়। ছবিটি জনপ্রিয় হলে পরে কোনও সময়ে সিরিজ়ের তৃতীয় ছবির ঘোষণা করা হবে।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
গতকালই বক্স অফিসে ₹১০০ কোটির অঙ্ক অতিক্রম করেছে ‘ভুল ভুলাইয়া ২’। স্বাভাবিক কারণেই উচ্ছ্বসিত কার্তিক বললেন, “এটা সত্যিই খুব ভালো খবর। করোনা অতিমারীর কারণে ইন্ডাস্ট্রি প্রায় দু’বছর বন্ধ ছিল। একটা সাংঘাতিক খারাপ সময় পেরিয়ে এসেছি আমরা। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আগামী কয়েক মাসে অনেকগুলো ছবি মুক্তি পেতে চলেছে। আশা করব দর্শকরা সবাই প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখবেন এবং দ্রুত সবকিছু সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।”
ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শ্যুটিং অত্যন্ত কঠিন ছিল বলে জানালেন কার্তিক। “প্রায় ৩০০টি শট নিয়ে দৃশ্যটা শ্যুট করা হয়। তাছাড়া বাংলায় আমার দু’মিনিট দীর্ঘ একটা সংলাপও ছিল। বাংলার শিক্ষক রেখে তাই উচ্চারণ আয়ত্ত করতে হয়েছিল,” জানালেন কার্তিক।