তিন মাস দুঃস্থ শিল্পীদের ₹২,০০০ সাহায্যের সিদ্ধান্ত ফোরামের
RBN Web Desk: করোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন। মারণ রোগকে ঠেকাতে বন্ধ রয়েছে দেশের সমস্ত কলকারখানা, যানবাহন। বিনোদন জগতের শিল্পীরাও নিয়ম মেনে কাজ বন্ধ রেখেছেন। এর ফলে চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা শিল্পীরা। বাংলা ছবি, ধারাবাহিক ও ওয়েব সিরিজ়ে নামমাত্র পারিশ্রমিকে কাজ করা শিল্পীরা চরম আর্থিক সঙ্কটে ভুগছেন।
এই অবস্থায় দুঃস্থ শিল্পীদের পাশে দাঁড়িয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম। ফোরামের পক্ষ থেকে ₹৫ লাখ টাকার একটি মানবিক তহবিল গঠন করা হয়েছে। ফোরামের সদস্য ছাড়াও এই তহবিলে দান করার জন্য সিনেমা ও টেলিভিশন জগতের বিশিষ্টজন, প্রযোজক, চ্যানেল কর্তৃপক্ষ ও সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে বহু মানুষ ও সংস্থা এগিয়ে এসেছেন। বিনোদন জগতের মানুষ না হয়েও শিল্পীদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন প্রাক্তন ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯ এপ্রিল পর্যন্ত এই তহবিলের সংগৃহিত অর্থ ₹১৮,৩৭,১০৯।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় ‘ফেলুদা’র শরণাপন্ন বিজ্ঞানীরা
আর্টিস্টস ফোরাম থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত এপ্রিল, মে ও জুন, এই তিন মাস দুঃস্থ শিল্পীদের হাতে জনপ্রতি মাসিক ₹২,০০০ তুলে দেওয়া হবে। সদস্যদের এই সাহায্যের জন্য ফোরামের কাছে আবেদন করতে বলা হয়েছিল। সেই মতো এখনও পর্যন্ত ৫১২ জন শিল্পী আবেদন করেছেন। তবে প্রতিদিনই আবেদনকারীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে ৩৯৩ জনকে ₹২,০০০ করে মোট ₹৭,৮৬,০০০ (১৯ এপ্রিল পর্যন্ত) পাঠানো হয়েছে। বাকিদের সাহায্য করার কাজও দ্রুত এগোচ্ছে বলে আর্টিস্টস ফোরাম জানিয়েছে। এই সাহায্য মূলত সেই সমস্ত শিল্পীদের জন্য করা হয়েছে যাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ওষুধ কেনার সামর্থ্য নেই।
তবে চাহিদা বাড়তে থাকায় সাহায্যের কাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আনুমানিক ₹৪০-৫০ লক্ষ টাকার তহবিল গঠনের প্রয়োজন বলে জানিয়েছে ফোরাম। আবেদনকারী দুঃস্থ শিল্পীদের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তাতে আগামীদিনে এই তহবিলও অপ্রতুল হয়ে পড়তে পারে। ফোরাম ইতিমধ্যেই ফেডারেশন অফ সিনে টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কারস অফ ইস্টার্ন ইন্ডিয়াকে ₹৩ লাখ, থিয়েটারের দুঃস্থ নেপথ্যকর্মীদের ₹১ লাখ, ও ১৫ জন চা বিক্রেতাকে ফোরামের থেকে জনপ্রতি ₹২,০০০ করে মোট ₹৩০,০০০ সাহায্য করেছে।