‘হীরক রাজার দেশে’ দিয়ে শুরু
RBN Web Desk: এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হতে চলেছে সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন উৎপল দত্ত, তপেন চট্টোপাধ্যায়, রবি ঘোষ ও সৌমিত্র চট্টোপাধ্যায়। ৭ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে এবারের উৎসব।
এ বছর সত্যজিতের জন্মশতবার্ষিকী। তাই তাঁকে স্মরণ করেই এবারে উৎসব শুরু হবে ‘হীরক রাজার দেশে’ দিয়ে। সত্যজিতের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর পরিচালিত আরও ছ’টি ছবি দেখানো হবে উৎসবে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
সত্যজিতের পাশাপাশি হাঙ্গেরির পরিচালক মিকলোস ইয়াঁচর স্মরণে দেখানো হবে ‘ইলেকট্রো’। পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তকে স্মরণ করা হবে তাঁর চারটি ছবি দিয়ে। ট্রিবিউট এবং হোমেজ বিভাগে থাকছে দিলীপ কুমার, জঁ ক্লুদ কারিয়ের, জন পল বেলমন্ডো, চিদানন্দ দাশগুপ্ত, সুমিত্রা ভাবের একটি করে ছবি।
প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তর প্রতি শ্রদ্ধা জানানো হবে রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ ছবির মাধ্যমে।
তবে উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে, না নন্দনে, তা এখনও ঠিক করা হয়নি। পরিস্থিতি অনুকূল না থাকলে গতবারের মতো এবারও নবান্ন সভাগৃহে উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে বলে জানা গেছে।