ফেলু-তোপসের হাতে এবার স্মার্টফোন
RBN Web Desk: এবার স্মার্টফোন ব্যবহার করতে দেখা যাবে ফেলু ও তোপসেকে। সত্যজিৎ রায় সৃষ্ট চরিত্র গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ় ‘সাবাশ ফেলুদা’ তৈরি করছেন অরিন্দম শীল। এই সিরিজ়ে ফেলু ও তোপসের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও ঋতব্রত মুখোপাধ্যায়।
বিরল কোনও তথ্য জানার প্রয়োজন পড়লেই সিধুজ্যাঠার কাছে ছুটে যেত ফেলুদা। তবে কাহিনীকে সময়োপযোগী করতেই ফেলু-তোপসের হাতে তুলে দেওয়া হবে স্মার্টফোন। এর কারণে সিধুজ্যাঠা কোনওভাবেই সিরিজ় থেকে বাদ পড়বেন না বলে জানিয়েছেন নির্মাতারা।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
গ্যাংটকে গণ্ডগোল অবলম্বনে ‘সাবাশ ফেলুদা’র প্রথম সিজ়ন আনছেন অরিন্দম। শশধর বোসের চরিত্রে থাকবেন ঋত্বিক চক্রবর্তী। নিশিকান্ত সরকারের চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। একটি বিশেষ চরিত্রে থাকছেন রজতাভ দত্ত। এক আইবি অফিসারের ভূমিকায় অভিনয় করবেন সৌরসেনী মৈত্র।
