বন্ধুত্বের উদযাপন করতে আসছে ‘হোস্টেল ডেজ়’

RBN Web Desk: ‘কুড়মুড় কুড়মুড় ধুমধাড়াক্কা’ এরকম শব্দের সমন্বয়ে সৃষ্ট একটা গান গাইতে পারে একমাত্র হুল্লোড়প্রিয় বন্ধুরাই, বা বলা ভালো ছাত্রজীবনের বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে যাদের জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটে। এই বন্ধুত্বের গান থাকছে পরিচালক শৌভিক মন্ডল ও সাত্যকি কুণ্ডুর ‘হোস্টেল ডেজ়’ সিরিজ়ে। অভিনয়ে থাকছেন অনিন্দ্য সেনগুপ্ত, অর্পণ ঘোষাল, রোহন ভট্টাচার্য, শুভ, পুষণ দাশগুপ্ত, রোশনি ভট্টাচার্য ও কাঞ্চন মল্লিক। সম্প্রতি শহরের এক রেস্তোরাঁয় বন্ধুত্বের থিম গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজ়ের শিল্পী ও কলাকুশলীরা। 

জনপ্রিয় ফুড ব্লগার অর্ক বা ওজি সাফল্যের চূড়ায় পৌঁছতে গিয়েও যেন থমকে যায়। কলেজ জীবনের স্মৃতি মনে পড়ে যায় তার। অর্ক, কপিল আর পরীক্ষিত তিনজনে আবার এক জায়গায় হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় হোস্টেলের দিনগুলোর স্মৃতিচারণ করে। 

অর্কর চরিত্রে দেখা যাবে অনিন্দ্যকে। “অর্ক এই বন্ধুদের গ্রুপে সবচেয়ে বদমাইশ, সবথেকে পাজি ছেলে,” বললেন অনিন্দ্য।  “অনেকটা সেই ‘দিল চাহতা হ্যায়’-এর আকাশের মতো। বড়লোক বাপের ছেলে, জীবন নিয়ে বিশেষ চিন্তাভাবনা নেই। শুধু বন্ধুদের সঙ্গে হুল্লোড় করে, তাদের নানাভাবে তিতিবিরক্ত করে অর্ক মজা পায়। তবে শুধুই হইচই আর ধুমধাড়াক্কা নয়, খুব সুন্দর একটা ইমোশনাল জার্নি সিরিজ়ে দেখানো হয়েছে যা দর্শকের নস্টালজিয়াকে জাগিয়ে তুলবে।”

আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র

পরীক্ষিতের ভূমিকায় থাকা অর্পণ জানালেন, “যখন কাজ করতে এসেছিলাম কাউকেই চিনতাম না। তারপর সকলে একসঙ্গে এত মজা করেছি যে এরাই এখন ইন্ডাস্ট্রিতে আমার একমাত্র বন্ধুবান্ধব। এই সিরিজ়ে যেমন মজা আছে, ইমোশনাল কিছু দিক আছে, তেমনই কলেজ জীবনের স্ট্রাগলটাও আছে। ‘হোস্টেল ডেজ়’ দেখলে বোঝা যাবে যে বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা সমস্ত বাধাকে অতিক্রম করতে পারে।”

সাত্যকি জানালেন, “আমাদের পাঁচজন অভিনেতার প্রয়োজন ছিল না। পাঁচজন বন্ধুর প্রয়োজন ছিল। সেটা ওয়ার্কশপ চলাকালীন ওদের মধ্যে আমরা পেয়ে যাই। শুধু শুটের সময় নয়, যতক্ষণ আমরা সেটে কাজ করেছি ওরা পাঁচজন একসঙ্গে ওঠাবসা করতো।”

আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার

হোস্টেল জীবনের সতেজতা এবং সারল্য দুটোই এই সিরিজ়ে খুব গুরুত্ব পেয়েছে বলে শৌভিকের দাবি। “সবে কলেজে ভর্তি হয়ে হোস্টেলে থাকার দিনগুলো জীবনের অনেকটাই গড়ে দেয়। এই সময় তৈরি হওয়া সম্পর্কগুলো চাইলে সারাজীবনও টিকে যায়। এদের পাঁচজনের মধ্যেও সেই রসায়নটা তৈরি হয়ে গেছে। সেটা সিরিজ় দেখার সময় দর্শক বুঝতে পারবে,” বললেন তিনি। 

সিরিজ়ের অধিকাংশ শুটিং হয়েছে মগরাহাটে। ২৫ নভেম্বর হইচই ডিজিট্যাল মাধ্যমে মুক্তি পাবে ‘হোস্টেল ডেজ়’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *