প্রেক্ষাগৃহ বন্ধের আশঙ্কার মাঝেই হিন্দিতে ‘ড্রাকুলা স্যার’

RBN Web Desk: অতিমারির ভ্রুকুটির মাঝেও যথাযথ সাবধানতা অবলম্বন করেই খোলা হয়েছিল রাজ্যের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ। তাদের মধ্যে থেকে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ ফের বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পুজোয় হাতে গোনা কয়েকটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। মুক্তি পায়নি কোনও হিন্দি ছবি। ফলত প্রেক্ষাগৃহগুলি দর্শক টানতে ব্যর্থ হচ্ছে। প্রিয়া, অশোকা, মেনকা সহ শহরের বেশ কয়েকটি প্ৰক্ষাগৃহ আগামী কয়েকদিনের মধ্যেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। হলমালিকদের তরফ থেকে জানানো হয়েছে যে এমনিতেই তাঁরা শোয়ের সংখ্যা কমিয়ে দিয়েছে, এরপর অন্য কোনও বড় মাপের হিন্দি ছবি মুক্তি না পেলে তাঁদের পক্ষে প্রেক্ষাগৃহ চালু রাখা সম্ভব নয়।

তবে এই আশঙ্কার মাঝেই হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে ‘ড্রাকুলা স্যার’। বিপ্লব ও প্রেমের মিশেলে এই ছবি ইতিমধ্যেই দর্শকমহলে প্রশংসা পেয়েছে। দেবালয় ভট্টাচার্য পরিচালিত, অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত বাংলায় ‘ড্রাকুলা স্যার’ মুক্তি পেয়েছে ২১ অক্টোবর। বিভিন্ন বিদেশি ছবিতে ড্রাকুলার আধিপত্য দেখার পর এবার বাংলায়, বাঙালি ড্রাকুলা দেখতে ভিড় করছেন অনেকেই। ১৯৭১ সালের নকশাল আন্দোলন, রক্তাক্ত প্রেম এবং বর্তমান সময়ের জটিলতা নিয়ে এই পরীক্ষামূলক ছবি হিন্দিভাষী দর্শকদের কাছেও সমানভাবে সমাদৃত হবে বলে মনে করছেন প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি।

“ইতিমধ্যেই বাঙালি দর্শক ও সমালোচকদের কাছে সমাদৃত হয়েছে এই ছবি। এরপর অন্য ভাষায় দর্শক এই ছবিকে কতটা আপন করে সেটাই দেখার,” সংবাদমাধ্যমকে জানালেন মহেন্দ্র।

১৩ নভেম্বর মুক্তি পাচ্ছে হিন্দি ভাষায় ‘ড্রাকুলা স্যার’। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *