শশুরবাড়িতে দুর্গাপুজো, সমালোচনার মুখে দেবী চৌধুরাণী
RBN Web Desk: ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের আরবান ১৫+ টিআরপি তালিকায় খুব একটা ভালো জায়গায় নেই দেবী চৌধুরাণী। অনেক দর্শকই সমালোচনা করেছেন এই ধারাবাহিকটির। এবার আরও একবার দর্শকদের প্রশ্নের মুখে প্রফুল্লর জীবন কাহিনী।
সম্প্রতি ধারাবাহিকটির একটি নতুন প্রোমো ভিডিও প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ, যেখানে দেখা যাচ্ছে প্রফুল্লর শশুরবাড়িতে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। পুজো চলাকালীন বাড়িতে হানা দেয় ডাকাতদল। ডাকাতের হাত থেকে পরিবারকে রক্ষা করে প্রফুল্ল।
যে মৃত্যু আজও রহস্য
আর এই ভিডিয়ো নিয়েই প্রশ্ন উঠছে দর্শক মহলের একাংশে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল উপন্যাসে এরকম কোনও ঘটনার উল্লেখ নেই। এটা যে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষের সংযোজন তা বলার অপেক্ষা রাখে না। দুর্গাপুজোর সময় বহু ধারাবাহিকই গল্পে পুজোর সিকোয়েন্স অন্তর্ভূক্ত করে টিআরপি বাড়ানোর লক্ষ্যে। দেবী চোধুরাণীও সেই পন্থাই নিয়েছে।
যে জন থাকে মাঝখানে
মূল গল্প থেকে বিচ্যূতি ভালোভাবে নিচ্ছেন না দর্শকরা, যদিও কেউ কেউ বলেছেন যে প্রফুল্ল ভালোই লাগছে। একজন বলেওছেন যে ৫০০ পর্ব অবধি টানতে গেলে গল্পে পরিবর্তন আনতেই হবে। সেখানে অন্যদের মতামত, তাই যদি হয়, তাহলে একেবারেই নতুন কোনও গল্প থেকে তৈরি ধারাবাহিক দেখানো যেতে পারত। দেবী চৌধুরাণী নাম দেওয়ার কি যুক্তি?