আলিপুর মিউজিয়ামে ‘বিদ্রোহী নজরুল’
কলকাতা : ‘ধূমকেতু’ পত্রিকায় প্রকাশিত ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য রাজদ্রোহিতার অপরাধে কারাদণ্ডে দণ্ডিত হন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ১৯২৩ সালের ১৭ জানুয়ারি তাঁকে নিয়ে আসা হয় কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলে। এখানে তিনি প্রায় ৮৭ দিন কারারুদ্ধ ছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার শতবর্ষ স্মরণে কলকাতার ‘ছায়ানট’ সংস্থা গত ১৭ জানুয়ারি কলকাতার আলিপুর মিউজিয়ামে ‘বিদ্রোহী নজরুল’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WBHIDCO – এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী দেবাশিস সেন, বিশিষ্ট নৃত্যশিল্পী এবং সমাজসেবী শ্রীমতী অলকানন্দা রায়, প্রেসিডেন্সি জেলের DIG শ্রী অরিন্দম সরকার এবং আলিপুর মিউজিয়ামের কিউরেটর শ্রী অনিমেষ ভট্টাচার্য্য।পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক গান এবং কবিতা দিয়ে। সঞ্চালনায় ছিলেন সৌভিক শাসমল। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন ছায়ানট (কলকাতা)-র সভাপতি সোমঋতা মল্লিক। বিশেষ সহযোগিতা আলিপুর মিউজিয়ামের ।
ছায়ানট (কলকাতা) -র সভাপতি সোমঋতা মল্লিক রেডিওবাংলানেটকে জানালেন, “আলিপুর সেন্ট্রাল জেলে যে ওয়ার্ডে কাজী নজরুল ইসলাম বন্দী ছিলেন, সেই ঘর চিহ্নিতকরণের কাজ চলছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সংস্কার করে তা কিছুদিন পরেই মিউজিয়ম কর্তৃপক্ষ সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেবেন।”