মুক্তি পেল ‘চিক ফ্লিক’-এর নতুন সিজ়ন
RBN Web Desk: তনয়, জিনিয়া, মন্টু, সোমা, বাম্পি, স্যুইটিকে এর আগেই পর্দায় দেখে ফেলেছেন দর্শক। তাদের নিজেদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা গিয়েছিল ‘চিক ফ্লিক’-এ। সেই সব ঘটনার পর কেটে গিয়েছে এক বছর। প্রত্যেকের জীবনেই এসেছে নতুন মোড় । এই নতুন মোড় নিয়েই মুক্তি পেল জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের ওয়েব সিরিজ় ‘চিক ফ্লিক’-এর নতুন সিজ়ন।
প্রতিদিনের জীবন থেকে একটু অন্যরকম আনন্দের স্বাদ পেতে সবাই একদিন হাজির হয় ‘বাজির ওয়াও মাস্তানি’ জুয়ার ঠেকে। সেখানে লুডো খেলায় জুয়ার বাজি ধরা হয়। মন্টু জুয়ায় হেরে গিয়ে নতুন বিপদে পড়ে। হয় তাকে ₹৫০ লক্ষ দিতে হবে, নয়তো বিজ্ঞানী চন্দ্রবিন্দুর নতুন আবিষ্কারের ফর্মুলা থাকা হার্ড ড্রাইভটা জোগাড় করে দিতে হবে। ইতিমধ্যে ঘটনায় জড়িয়ে পড়ে স্মাগলিং ক্যুইন মেডুসা ও ড্রাগ মাফিয়া জ্যেঠু। তারপর কী হবে? তার উত্তর থাকছে ‘চিক ফ্লিক’-এর নতুন সিজ়নে।
আরও পড়ুন: ‘হীরক রাজার দেশে’ দিয়ে শুরু
এই নতুন সিজ়নের গল্পে মিশে রয়েছে বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাস, বিশ্বাসভঙ্গ। তার সঙ্গে রয়েছে আনন্দ, মজা আর সারল্য। মজার মোড়কে রহস্যও মিশে থাকবে। এই সিরিজ়ে অভিনয় করেছেন সুদীপা বসু, খরাজ মুখোপাধ্যায়, সায়ান ঘোষ, অনুজয় চট্টোপাধ্যায়, সাওলি চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, রাতশ্রী দত্ত, জিনা তরফদার, রাহুল সেনগুপ্ত, দেবরাজ ভট্টাচার্য, পলাশ হক, কৃষ্ণেন্দু দেওয়ানজি, পৌষমিতা গোস্বামী, দুর্বার শর্মা, দেবাশীষ সেনশর্মা, রানা বসু ঠাকুর ও শ্রীদীপ মুখোপাধ্যায়।।
সিরিজ়ের কাহিনী লিখেছেন জয়দীপ, সৌমিত দেব ও দুর্বার শর্মা।
ক্লিক প্ল্যাটফর্মে দেখা যাবে ‘চিক ফ্লিক ২’।