হিন্দি মিউজ়িক ভিডিওতে প্রথমবার জুটি বনি–স্নেহার
RBN Web Desk: নতুন রূপে দেখা যেতে চলেছে অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta)। অভিনেত্রী স্নেহা বসুর (Sneha Bose) সঙ্গে প্রথমবার জুটিতে দেখা যাবে তাঁকে। দু’জনকে একসঙ্গে নিয়ে আসছে নতুন হিন্দি মিউজ়িক ভিডিও ‘কইসে বাতায়েঁ’ (Kaise Batayein)। ভিডিওটির পরিচালনায় রয়েছেন রানা আচার্য্য, যিনি নিজেই এই গানের গীতিকার ও সুরকার।
রোমান্টিক আবহের এই গানটি গেয়েছেন শিল্পী রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষ। কল্লোলিনী শহরের রাস্তায় দু’জন অচেনা মানুষের ভালোবাসার স্মৃতি ও অদৃশ্য টানের গল্প বলবে এই গান। ব্যস্ত কলকাতার ভিড়ে দুই অচেনা মানুষ বনি ও স্নেহা কীভাবে যেন জড়িয়ে পড়ে নীরব ভালোবাসায়। প্রতিদিনের শহরের ভিড়ে, রাজপথের কোনও এক অচেনা বাঁকে কিংবা চেনা কোনও মোড়ে হঠাৎ করেই দেখা হয়ে যেত দুজনের। এভাবে দেখা হতে হতেই কবে যেন একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়ে তারা। কিন্তু জীবনের পথ তো চিরকাল মসৃণ হয় না। একদিন সেভাবেই আলাদা হয়ে যায় দুজনের চলার পথ। কিন্তু সত্যি কি হারিয়ে যাবে তাদের অব্যক্ত ভালোবাসা? নাকি সময়ের নিয়ম মেনেই ফিরে পাওয়ার কাহিনী বলবে ‘কইসে বাতায়েঁ’?
আরও পড়ুন: বাবার ভূমিকায় সঞ্জয় মিশ্র, ছেলে ঋত্বিক, ‘ফেরা’ হবে কি সম্পর্কে?
বনি জানালেন “দর্শকদের জন্য খুব ভালো একটা গান উপহার হয়ে থাকবে। স্নেহার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। প্রেমের গানে রাজ–সায়ন্তনী দারুণ কাজ করেছে। আশা করছি সকলের ভালো লাগবে গানটি।”
কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে মিউজ়িক ভিডিওর। সদ্য ইউটিউবে মুক্তি পেয়েছে ‘কইসে বাতায়েঁ’ গানটি।
