চলে গেলেন অভিনেত্রী সংঘমিত্রা রায় চট্টোপাধ্যায়
কলকাতা: চলে গেলেন মডেল ও অভিনেত্রী সংঘমিত্রা রায় চট্টোপাধ্যায়। আজ সকালে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।
সম্প্রতি পরিচালক রিংগো বন্দোপাধ্যায়ের ছবি দামিনী-তে অভিনয় করেছিলেন সংঘমিত্রা। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এ ছাড়াও সংঘমিত্রা অভিনয় করেছেন সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর পরিচালনায় দেখ কেমন লাগে (২০১৭) ও হুমায়ুন কবীর পরিচালিত আলেয়া (২০১৮) ছবিতে।
হারানো লেত্তি, হারানো লাট্টু
সংবাদমাধ্যমকে রিংগো জানান, স্বামীর থেকে আলাদা থাকতেন সংঘমিত্রা। তাঁর একটি ছ’বছরের শিশুকন্যা আছে। পরিচালক প্রদীপ চুড়িওয়ালের সংস্থায় কাজ করতেন তিনি। কাল রাত ৮.৩০ পর্যন্ত অফিসেই ছিলেন এই অভিনেত্রী। একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও পরিচালনা করেছিলেন। সেই ছবি সম্পাদনার জন্য দু’দিন আগে তাঁকে ফোন করেন তিনি, জানালেন রিংগো।