মনস্তত্ত্ব, অপরাধ, দ্বৈত সত্তা নিয়ে ‘চোখ’
RBN Web Desk: প্রাণীকূলে সবথেকে জটিল মানুষের মন। মানুষ কখনও নিজের অজান্তেই এমন অনেক ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়ে যেগুলো অনভিপ্রেত। পৃথিবীতে ঘটে যাওয়া অসংখ্য অপরাধগুলোর মধ্যে অধিকাংশেরই পিছনে লুকিয়ে থাকে জটিল মনস্তত্ত্ব। এমনই একজন মানুষের মনস্তত্ত্বকে বিষয় করে পরিচালক বাপ্পা নিয়ে আসছেন তাঁর প্রথম ওয়েব সিরিজ় ‘চোখ’। এই সিরিজ়ের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, বিক্রম দাস, সাহেব হালদার, সুরজিৎ মাইতি, রিমি দেব, অর্পণ বোস ও অন্যান্যরা।
সাইকোলিজক্যাল থ্রিলার ‘চোখ’-এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছে পেশায় অঙ্কের প্রফেসর রবার্ট (রাহুল)। দুর্ঘটনায় একটি চোখ হারায় রবার্ট। সেই জায়গায় বসাতে হয় কৃত্রিম, পাথরের চোখ। রবার্টের প্রথম স্ত্রী ঐশী খুন হওয়ার পর সে জেনিফারের সঙ্গে জীবন শুরু করে। রবার্ট ও জেনিফারের সুখের জীবনে হঠাৎ একদিন ফিরে আসে ঐশী। এরই মধ্যে রবার্টের আশেপাশে একের পর এক খুন হতে থাকে। নিজের অজান্তেই রবার্ট এইসব ঘটনায় জড়িয়ে পড়ে। রহস্য অনুসন্ধানে নামে প্যারানরমাল ইনভেস্টিগেটর অনিরূদ্ধ। নিজের অস্তিত্বের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে থাকা রবার্টের চারপাশে হওয়া ঘটনাগুলো খুন নাকি পরিকল্পিত কোনও ঘটনা, সেই রহস্যই উন্মোচিত হবে ছয় পর্বের এই সিরিজ়ে। ‘চোখ’-এর চিত্রনাট্য লিখেছেন শ্রেয়া ও বাপ্পা নিজে।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
সম্প্রতি শহরে সাংবাদিকদের মুখোমুখি হন এই সিরিজ়ের কলাকুশলীরা। নিজের প্রথম ওয়েব সিরিজ় নিয়ে স্বাভাবতই উচ্ছ্বসিত বাপ্পা। “চিত্রনাট্য লিখতে শ্রেয়া ভীষণভাবে সাহায্য করেছে। অনেকদিন ধরেই এরকম একটা সাইকোলজিক্যাল প্রেক্ষাপট নিয়ে কাজ করার কথা ভাবছিলাম। চিত্রনাট্য লেখার সময়েই রাহুলদা, অনিন্দ্যদা, রিমিকে ভেবে রেখেছিলাম। ছয় পর্ব জুড়ে টানটান রহস্যের সাক্ষী থাকবেন দর্শক,” জানালেন পরিচালক।
ইতিমধ্যেই শেষ হয়েছে সিরিজ়ির শুটিং। আগামী বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে ‘চোখ’।