শট শেষ হওয়ার পরেও কান্না থামাতে পারিনি: অনন্যা
RBN Web Desk: অনেকদিন পর অভিনয়ে ফিরছেন অনন্যা চট্টোপাধ্যায়। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মোহমায়া’ ওয়েব সিরিজ়ে তাঁকে মায়ার চরিত্রে দেখা যাবে। এটি অনন্যা অভিনীত প্রথম ওয়েব সিরিজ়। অনন্যা ছাড়া সিরিজে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিপুল পাত্র, সুজন মুখোপাধ্যায়, শ্বেতা চৌধুরী, ও অঙ্কিত মজুমদার।
স্বস্তিকা ও অনন্যার এই যুগলবন্দী নিয়ে দর্শকদের একাংশ খুবই আগ্রহী। সোশ্যাল মিডিয়ায় কেউ-কেউ এঁদের অভিনয় দেখার অপেক্ষায় লিখেছেন ‘খেলা হবে’। সেই প্রসঙ্গে অনন্যা হাসতে-হাসতে রেডিওবাংলানেট-কে বললেন, “‘খেলা হবে’ কথাটা রাজনীতির ময়দানে না বলে যদি কাজের জায়গায় বলা হয়—যেমন ‘মোহমায়া’ নিয়ে মানুষ বলছেন—তাহলে আমার বিশ্বাস খুব ভালো কিছু কাজ পাওয়া যাবে।”
আরও পড়ুন: মায়ের কথা ভেবে না পাওয়ার গানে চন্দ্রিকা
প্রথমবার ওয়েব সিরিজ়ে কাজ করা নিয়ে অনন্যা বললেন, “সকলেই যখন ভালো অভিনয় করে তখন নিজের মধ্যে থেকেও সেরাটাই বেরোয়। এখানে ঠিক সেটাই হয়েছে। স্বস্তিকা, বিপুল সকলেই এত ভালো অভিনয় করেছে যে ভেতর থেকেই কাজটা বেরিয়ে এসেছে।”
অনন্যার অভিনীত মায়া এই সিরিজ়ের মূল চরিত্র ঋষির মা। সিরিজ়ের ট্রেলার অনুযায়ী মায়া ও ঋষির সম্পর্ক খুব সহজ স্বাভাবিক নয় বলেই মনে হয়। যেহেতু ‘মোহমায়া’ একটি জটিল মনস্তত্বের গল্প তাই এই নিয়ে তেমন মুখ খুললেন না অনন্যা। তাঁর দাবি, “গল্পটা মোটেও খুব সাধারণ নয়। এই গল্পের অনেকগুলো দিক আছে, দর্শকদেরও ভাবতে হবে। তাই কোনওভাবেই এক কথায় বলে দেওয়া যায় না যে এই গল্পটা অমুক বিষয় নিয়ে।”
আরও পড়ুন: পুজোর মুখেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ঘোষণা হলো মুক্তির তারিখ
কেমন চরিত্র মায়া? উত্তরে অনন্যা জানালেন, “এটা এতটাই জটিল একটা চরিত্র ছিল যে তার ভার সামলাতে গিয়ে বলতে পারি, ওই সময় আমি ঠিক মানুষ ছিলাম না। এমনও হয়েছে, শট শেষ হয়ে গেছে কিন্তু আমি শুনতে পাইনি। বা কোনও কান্নার দৃশ্যে ক্যামেরা বন্ধ হয়ে গেছে অথচ আমি কান্না থামাতে পারছি না। এই জিনিসগুলো গোটা শুটিংয়ে চলেছে। কাজটার পিছনে আমার আর স্বস্তিকার প্রচুর পরিশ্রম রয়েছে, এটুকু বলতে পারি। সেটা দর্শক বুঝতে পারবেন। আর আমি নিজে যেহেতু খুব আবেগপ্রবণ মানুষ তাই মায়াকে নিজের মতো করে ভাবতে আমার অসুবিধা হয়নি।”
কিন্তু যে যুক্তিতে মানুষ ‘খেলা হবে’ বলছেন সেই প্রতিযোগিতাকে কীভাবে দেখছেন অনন্যা? “প্রতিযোগিতা ছিলই না। বরং খুব বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশে আমরা কাজ করেছি। একবারও মনে হয়নি এই জায়গায় অভিনয় দিয়ে ওকে ছাপিয়ে যেতে হবে। কারণ সেটে আমি যেমন মায়া হয়ে উঠেছিলাম তেমনই স্বস্তিকা অরুণা হয়ে উঠেছিল। কখনও কোনও প্রতিযোগিতার কথা মাথায় আসেনি,” জানালেন তিনি।
২৬ মার্চ হইচইতে মুক্তি পাচ্ছে ‘মোহমায়া’।
ছবি: গার্গী মজুমদার