প্রেক্ষাগৃহে আসছে ‘অলক্ষ্যে ঋত্বিক’
RBN Web Desk: ‘মেঘে ঢাকা তারা’, ‘সুবর্ণরেখা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘কোমল গান্ধার’, বাংলা সিনেমার জগতে একাধিক ক্লাসিক ছবি উপহার দিয়েছেন ঋত্বিক ঘটক। একজন কালজয়ী পরিচালক, তথা স্রষ্টা। বাংলা সিনেমা নিয়ে বাঙালির আবেগের কেন্দ্রে যে ক’জন স্রষ্টার নাম আছে তিনি তাঁদের মধ্যে অন্যতম। তাঁর জীবনের কিছু অজানা কাহিনি নিয়ে আসছে শুভঙ্কর ভৌমিকের ‘অলক্ষ্যে ঋত্বিক’। ছবিতে ঋত্বিকের ভূমিকায় অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার (Silajit Majumdar)। ঋত্বিক-পত্নী সুরমার চরিত্রে রয়েছেন পায়েল সরকার (Paayel Sarkar)।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল টিম ‘অলক্ষ্যে ঋত্বিক’ (Alakshye Ritwik)। ঋত্বিকের ভূমিকায় কেন শিলাজিৎ? নির্মাতাদের দাবি, ঋত্বিক ঘটককে নিয়ে যখন এই ছবির জন্য রিসার্চ চলছিল, তখন থেকেই তাঁদের মনে ছিলেন শিলাজিৎ। তবে এই ছবিতে সুযোগ পেয়ে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলেন গায়ক-অভিনেতা। তাঁর কথায়, “আমাকে কোনওভাবেই ঋত্বিকের মতো দেখতে নয়। আমি চেয়েছিলাম এই ছবিতে আমাকে দেখে দর্শক যেন শিলাজিৎ না মনে করেন।”
এরপর বেশ অনেকটা সময় গিয়েছিল লুক টেস্টের জন্য। “শিলাদা অসম্ভব পরিশ্রম করেছেন ছবিটির জন্য। যতবার চেয়েছি শট দিয়েছেন। একইরকম ভাবে সঙ্গ দিয়েছেন পায়েলদি এবং অন্যান্যরা,” বললেন শুভঙ্কর।
ছবিতে শিলাজিতের সঙ্গে জুটি বেঁধেছেন পায়েল। মূলধারার বাণিজ্যিক ছবির ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিনেত্রীকে দেখা যাবে ‘অলক্ষ্যে ঋত্বিক’-এ।
আরও পড়ুন: সৌরভের বায়োপিকে তৃতীয়বার অভিনেতা বদল
স্রষ্টা ঋত্বিকের জীবন নিঃসন্দেহে সমুদ্রের মতো। সে বিশালতা কখনওই একটি ছবিতে তুলে ধরা সম্ভব নয়। তাই প্রথম থেকেই পরিচালক, ঋত্বিকের জীবনের একটি নির্দিষ্ট অংশ বেছে নিয়েছেন। সেখানে তাঁর সৃষ্টির থেকেও যেদিকটা বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তা হলো শিল্পীর অদম্য জেদ। নতুন কিছু সৃষ্টি করার এক বেপরোয়া ইচ্ছে। শিল্পীর ব্যর্থতার দিনগুলো থাকছে ছবিতে। থাকছে তার একাকীত্ব এবং আরও অনেক বিষয়।
শোনা যায়, সত্যজিৎ রায় ছবি তৈরি করার জন্য স্ত্রীর কাছ থেকে শুধু অনুপ্রেরণা নয়, আর্থিক সাহায্যও পেয়েছিলেন। আসলে সেই সময়ের নারী প্রকৃত অর্থেই ছিলেন আধুনিকা, মননে। ব্যতিক্রমী নন ঋত্বিক পত্নী সুরমা। সংসার সামলে তিনিও রাজনীতি-সাহিত্যচর্চা সবকিছুই করেছেন। পর্দায় সেই চরিত্র ফুটিয়ে তোলার জন্য অভিনেত্রী পায়েল যথেষ্ট কসরত করেছেন। পরিচালকের দেওয়া রিসার্চ পেপার যেমন খুঁটিয়ে দেখেছেন, তেমনটাই সাবধান ছিলেন ক্যামেরার সামনেও।
আরও পড়ুন: তাঁকে ছাড়া কাস্টিং অসম্পূর্ণ, বললেন তব্বু
“চরিত্র রেপ্লিকেট করা যায় না,” বললেন পায়েল, “তবে একটা অবয়ব তৈরী করা যায়। আর সেটাই আমরা চেষ্টা করেছি। সুরমা একজন শিক্ষিতা মহিলা ছিলেন। তিনি পড়াতেন, রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, থিয়েটার করেছেন। এবং একটা সময়ের পরে তিনি একটা মানুষের সংগ্রামের সঙ্গে নিজের স্ট্রাগল মিশিয়ে দিয়েছিলেন। যেটা আজকের দিনে দাঁড়িয়ে কল্পনাও করা যায় না।”
বাংলা ছবির দিন বদলেছে। পরপর ছবি রিলিজ করছে এবং মানুষ হলমুখী হয়েছেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছবির বিষয়কে কেন্দ্র করে আশায় বুক বাঁধছে টিম ‘অলক্ষ্যে ঋত্বিক’।
১৪ মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি।
ছবি: অঙ্গনা ঘোষ