কোভিডে আক্রান্ত অক্ষয় কুমার

RBN Web Desk: কোভিডে আক্রান্ত অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। ১২ জুলাই মুক্তি পেতে চলেছে ‘সরফিরা’ (Sarfira)। এ ছবির মূল চরিত্রে রয়েছেন অক্ষয়। তিনি ছাড়াও রয়েছেন পরেশ রওয়াল (Paresh Rawal) ও রাধিকা মদন (Radhika Madan)। ছবির প্রচারের মাঝেই হঠাৎ অসু্স্থ বোধ করেন অক্ষয়। রক্তপরীক্ষায় কোভিড ধরা পড়ে।

উল্লেখ্য, আজ শিল্পপতি অনিল অম্বানীর ছেলে অনন্ত ও অনকোর হেলথকেয়ারের কর্ণধার বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার বিয়ে। প্রায় ₹২৫০০ কোটির অনন্ত-রাধিকা (Anant-Radhika) বিয়েতে হাজির থাকছেন দেশ-বিদেশের নামী তারকাসহ রাজনৈতিক ব্যক্তিত্বেরাও। গতরাতেই মুম্বইয়ে পৌঁছে গেছেন আমন্ত্রিতেরা। উপস্থিত থাকার কথা ছিল অক্ষয়েরও। কিন্তু কোভিডের কারণে তিনি আপাতত ঘরবন্দি।

‘সরফিরা’র শেষ পর্বের প্রচারেও উপস্থিত থাকতে পারবেন না অক্ষয়। ‘স্কাই ফোর্স’ ও ‘সিংহম এগেন’ (Singham Again) ছবিতেও অভিনয় করছেন তিনি।

ছবি: স্টেটসম্যান




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *