টেলিভিশনে ফিরছেন আবির
RBN Web Desk: বাংলা টেলিভিশনে ফিরতে চলেছেন আবির চট্টোপাধ্যায়। অভিনয় জীবনের শুরুর দিকে ‘বহ্নিশিখা’ ও ‘সময়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন তিনি। তবে এবার আর অভিনয় নয়, ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এতদিন এই নন-ফিকশন অনুষ্ঠানটি সঞ্চালনা করতেন যীশু সেনগুপ্ত। বর্তমানে যীশু অন্য একটি বিনোদনমূলক চ্যানেলের নন-ফিকশন অনুষ্ঠানের সঞ্চালক।
২০১১-তে ‘প্রলয় আসছে’র পর টেলিভিশনের পর্দায় আর সেভাবে দেখা যায়নি আবিরকে। তবে ‘সা রে গা মা পা’র লোভনীয় পারিশ্রমিকই তাঁর টেলিভিশনে ফেরার একমাত্র কারণ নয়। সংবাদমাধ্যমকে আবির জানিয়েছেন যে ছোট থেকে সঙ্গীতপ্রেমী হলেও, গান বা বাদ্যযন্ত্র কোনও বিষয়ে তিনি পটু নন। তাছাড়া এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে ছবির শুটিং থেকে বেশ কিছুটা সময় হাতে পেয়েছেন তিনি।
আরও পড়ুন: প্রথমবার একক অভিনয়ে স্বস্তিকা
এমনিতেই ছবির পর্দায় ‘ব্যোমকেশ’ নিয়ে যীশু-আবিরের প্রতিযোগিতা তুঙ্গে। এবার সেই রেশ এসে পড়ল টেলিভিশনের পর্দায়। আবির অবশ্য কোনওভাবেই যীশুকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছেন না। যীশু যেভাবে প্রতিযোগীদের সঙ্গে একাত্ম হয়ে যান সেটা স্বীকার করলেন আবির। তাই প্রয়োজনে যীশুকে ফোন করবেন বলেও জানিয়েছেন তিনি।
ছবি: গার্গী মজুমদার

