সরে দাঁড়ালেন সৃজিত
RBN Web Desk: আর্থার কোনান ডয়েলের সৃষ্টি শার্লক হোমসকে নিয়ে হিন্দি ওয়েব সিরিজ় থেকে সরে দাঁড়ালেন সৃজিত মুখোপাধ্যায়। সিরিজ়টি পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। শার্লকের ভারতীয় নাম রাখা হয়েছিল শেখর হোম। ডঃ জন ওয়াটসনের নাম অত্রি সেন। দুটি চরিত্রে যথাক্রমে কেকে মেনন ও রণবীর শোরে অভিনয় করছেন।
শোনা যাচ্ছে নির্মাতাদের সঙ্গে বিবাদের কারণেই সিরিজ়টি আর পরিচালনা করছেন না সৃজিত। ইতিমধ্যেই কেকে, রণবীর ও রুদ্রনীল ঘোষকে নিয়ে বোলপুরে সিরিজ়টির বেশ কিছু অংশের শ্যুটিং সেরে ফেলেছিলেন সৃজিত।
আরও পড়ুন: বাঙালিদের সঙ্গে আত্মিক যোগাযোগ, কলকাতায় এসে বললেন অদিতি
সিরিজ়ের মূল কাহিনি হোমস থেকে নেওয়া হলেও সৃজিত তাকে ভারতীয় ধাঁচে রূপ দিয়েছিলেন। শেখর ও অত্রির নামের সঙ্গে গোটা সিরিজ়েই বাঙালিয়ানার আভাস থাকার কথা।
হোমস কাহিনির গুরুত্বপূর্ণ চরিত্র, শার্লকের দাদা মাইক্রফট হোমসের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। অন্যদিকে মিসেস হাডসনের ভূমিকায় থাকছেন ঊষা উত্থুপ এবং ইন্সপেক্টর লেস্ট্রেদের ভূমিকায় দেখা যাবে রুদ্রনীলকে। হোমসের গল্পের একমাত্র নারী চরিত্র যে শার্লককে কিছুটা টেক্কা দিতে পেরেছিল সে আইরিন অ্যাডলারের সেই চরিত্রে অভিনয় করছেন রসিকা দুগ্গল।
আরও পড়ুন: বেসিক গানেই ভরসা রাখছে স্যমন্তক অ্যান্ড মেটস
সৃজিতের পরিবর্তে এখন সিরিজ়টি পরিচালনা করবেন রোহন সিপ্পি। হিন্দিতে ‘কুছ না কহো’, ‘দম মারো দম’ ও ‘নৌটঙ্কি সালা’র মতো ছবি পরিচালনা করেছেন রোহন।
কিছুদিনের মধ্যেই কলকাতায় শ্যুটিং করতে আসছেন মুম্বইয়ের শিল্পীরা।
ছবি: RBN আর্কাইভ