মুক্তি পেল ক্রাইম থ্রিলার ‘৬০এর পরে’র ট্রেলার
RBN Web Desk: মুক্তি পেল ক্রাইম থ্রিলার ‘৬০এর পরে’র ট্রেলার। সম্প্রতি এই উপলক্ষে শহরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৌভিক দে সহ শিল্পী ও কলাকুশলীরা। ‘৬০এর পরে’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, রূপাঞ্জনা মিত্র, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, পিয়ালী মুখোপাধ্যায়, অমিত শেঠি।
তাঁর প্রথম ছবি সম্পর্কে সৌভিক সংবাদমাধ্যমকে জানালেন, “এই ছবিটি একটি পরীক্ষামূলক ক্রাইম থ্রিলার। এটা সম্পূর্ণ অন্য ধরণের একটি ছবি। তবে আমার ছবি সবার জন্য নয়। এটা মূলত ১৮ থেকে ৮০ বছর বয়সীদের জন্য বানানো।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ছবির কাহিনী কী নিয়ে?
একটি ছেলে ভালোবেসে, বাড়ির অমতে তার বান্ধবীকে বিয়ে করে। বিয়ের পর বেশ কিছুদিন সুখী দাম্পত্য জীবন কাটালেও আচমকা থমকে যায় সেই গতি। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন চাকরি হারায় ছেলেটি। তবে এখানেই শেষ নয়, প্রসবের সময় স্ত্রী ও সন্তান দুজনকেই চিরতরে হারিয়ে ফেলে সে। দুঃখে, কষ্টে, অসহায় হয়ে ছেলেটি পালিয়ে যায়। এরপরই শুরু হয় আসল ঘটনা। শহরের বুকে একের পর এক খুন হতে থাকে। তদন্তে নামেন এক গোয়েন্দা ও তার সহকারী। গোয়েন্দা কি পারবে আসল সত্য উদঘাটন করতে?
ছবিতে গোয়েন্দার চরিত্রে দেখা যাবে জয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রূপাঞ্জনা। গোয়েন্দার সহকারীর ভূমিকায় অভিনয় করবেন অনিন্দ্য।
ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অমিত। বাংলায় এই প্রথম কাজ করলেন তিনি। জানালেন, “বাংলায় কাজ করে ভীষণই ভালো লাগছে। বাংলায় সবাই নতুন অভিনেতা ও পরিচালককে সুযোগ দিচ্ছেন এটাই অনেক বড় কথা। এতে কাজে উৎসাহ পাওয়া যায়।”
কলকাতারই বিভিন্ন অঞ্চলে হয়েছে ছবির শ্যুটিং । সঙ্গীত পরিচালনা করেছেন বব সেন।
খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘৬০এর পরে’।