টেলিভিশনে ফিরব না: ভরত কল
RBN Web Desk: অদূর ভবিষ্যতে টেলিভিশনে ফেরার কোনও সম্ভাবনা নেই, এক সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে এমনটাই বললেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা ভরত কল । টেলিভিশন ছাড়াও সিনেমার পর্দায় নিয়মিত দেখা যায় তাকে। কিন্তু সেখান থেকেও সাময়িক বিরতী নিয়েছেন এই কাশ্মীরি অভিনেতা।
ভরতের কথায়, ২০১৭ সালের পর থেকে টেলিভিশনে যে সব চরিত্রের অফার তিনি পেয়েছেন তা ভীষণই একঘেয়ে। সেই একই নায়ক বা নায়িকার বাবা, জ্যাঠার চরিত্রে অভিনয় করতে ভালো লাগছিল না তার। এই সব চরিত্রে অভিনয় তিনি একাধিকবার করেছেন এবং তাতে কোনও নতুনত্ব খুঁজে পাচ্ছিলেন না। এছাড়া তাঁর বয়সে মনের মত চ্যালেঞ্জিং চরিত্র পাওয়ার আশাও বাংলা টেলিভিশনে নেই বললেই চলে। তাই ছোট পর্দায় না ফেরারই সিদ্ধান্ত নিয়েছেন পূণ্যিপুকুর-খ্যাত অভিনেতা।
তাহলে এখন তিনি কি করবেন?
একান্ত প্রয়োজন ছাড়া ছবিতে গানের কোনও দরকার নেই: রূপঙ্কর
বাংলা ও হিন্দী টেলিভিশন মিলিয়ে ৪০,০০০-এর বেশি পর্বে অভিনয় করা ভরত কল বললেন, এবছর তিনি যাত্রায় সাইন করেছেন। লোকে যতটা সহজ ভাবে, যাত্রায় সফল হওয়া তারে থেকে অনেক বেশি পরিশ্রমের। একনাগাড়ে কাজ করে যেতে হয়, ছুটে বেড়াতে হয় রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাই এক নতুন মাধ্যমে নিজের অভিনয় ক্ষমতা যাচাই করে দেখে নিতে চান এই অভিনেতা।
বড় পর্দায় ভালো চরিত্র পেলে অবশ্যই করবেন, বললেন ভরত, সঙ্গে জানিয়ে দিলেন যে ভবিষ্যতে ছবি পরিচালনা করার ইচ্ছে আছে।