কলকাতায় হিন্দি ছবির ট্রেলার মুক্তিতে বাধা, অনুষ্ঠানে তুলকালাম

RBN News Desk: কলকাতায় সাততারা হোটেলে অনুষ্ঠানে সমস্যা, থামিয়ে দেওয়া হলো ট্রেলার। আজ দুপুরে পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে কলকাতার এক অভিজাত হোটেলে হঠাৎই বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। মাঝপথে থামিয়ে দেওয়া হয় ট্রেলারের এভি। অভিযোগ, কলকাতা পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে। বিবেকের প্রশ্ন, সত্যজিৎ রায়ের শহরে একটা ছবির ট্রেলার মুক্তিতে বাধা দেওয়া হচ্ছে! এটা যদি স্বৈরাচার না হয় তবে আর কী?

পরিচালকের বক্তব্য অনুযায়ী, কিছু মানুষ অনুষ্ঠানে ঢুকে বৈদ্যুতিক সংযোগ কেটে দেন। তবে পুলিশ বা হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।

অভিনেত্রী ও প্রযোজক পল্লবী যোশীও (Pallavi Joshi) এ ঘটনার নিন্দা করে বলেছেন, ছবির প্রদর্শন থামিয়ে দেওয়া শিল্পীদের অসম্মান। কাশ্মীরেও এমন হয়নি। তবে কি কাশ্মীরের পরিস্থিতি বাংলার থেকে ভালো? তিনি আরও বলেন, আজকের ঘটনাই প্রমাণ করে দেয় কেন ‘দ্য বেঙ্গল ফাইলস’ জরুরি। দেশের প্রতিটি মানুষের ছবিটি দেখা উচিত।

আরও পড়ুন: ঘোড়ার পিঠে চমক দিতে চলেছেন দেব, প্রকাশ্যে এলো টিজ়ার

বিবেক আরও অভিযোগ করেছেন, একটি বড় সিনেমা হল চেইন রাজনৈতিক চাপে পড়ে আগেই ট্রেলার প্রদর্শন বাতিল করেছে। মানুষের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। দেশভাগের সময় হিন্দু গণহত্যার ওপর এটি সবথেকে সৎ ছবি বলে দাবি তাঁর। মার্কিন যুক্তরাষ্ট্রের ১২টি শহরের বাঙালিরা ছবিটি দেখেছেন এবং উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বলে জানান তিনি। কিছু নির্দিষ্ট গোষ্ঠী এই ছবিকে চেপে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়েছেন বিবেক।

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা ও দেশভাগের সময় বাংলার সাম্প্রদায়িক সহিংসতার কাহিনি তুলে ধরবে। বিতর্কের আবহেই ছবিটি ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *