ছোট পর্দায় এবার ঠাকুরমার ঝুলি?
RBN Web Desk: ছোট পর্দায় এবার সম্ভবত আসতে চলেছে ঠাকুরমার ঝুলি । ইদানিং সাহিত্য নির্ভর ধারাবাহিককেই তুরূপের তাস মনে করছেন সব চ্যানেল কর্তৃপক্ষ আর সেই জন্যই এরকম চিন্তাভাবনা। সম্প্রতি দুই সাহিত্য নির্ভর ধারাবাহিক দেবী চৌধুরাণী ও ভূমিকন্যা শুরু হয়েছে স্টার জলসায়।
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার-এর সংকলন ও সম্পাদনায় ঠাকুরমার ঝুলি বাংলা সাহিত্যে যথেষ্ঠ জনপ্রিয়। এর কিছু গল্প নিয়ে তৈরি ধারাবাহিক ইতিমধ্যেই ছোট পর্দায় সম্প্রচার হয়েছে। তার মধ্যে কিরণমালা দর্শক মহলে ভালোই সমাদর পায়। সেই ধারাবাহিকে কটকটির চরিত্রে চান্দ্রেয়ী ঘোষের অভিনয় বিশেষভাবে উল্লেখ্য। বর্তমানে সাত ভাই চম্পা ধরাবাহিকটি দেখা যাচ্ছে একটি বেসরকারী চ্যানেলে। এছাড়াও ডালিমকুমার, নীলকমল আর লালকমল, বুদ্ধু ভূতুম-এর মত গল্প শুধু ছোটদের নয়, বড়দের মাঝেও সমান জনপ্রিয়।
যে মৃত্যু আজও রহস্য
সূত্রের খবর, করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিক প্রযোজনা করছে যে সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষের থেকে সেই সংস্থার কাছেই প্রাথমিকভাবে প্রস্তাব গেছে নতুন এই ধারাবাহিক তৈরি করার।