কুমোরটুলি মৃৎশিল্পীদের নিয়ে ফিরছেন সুদীপা
RBN Web Desk: বাংলা টেলিভিশনে ফিরছেন সুদীপা চট্টোপাধ্যায়। কুমোরটুলি মৃৎশিল্পীদের জীবন কাহিনী নিয়ে নতুন একটি বাংলা ধারাবাহিক প্রযোজনা করছেন তার স্বামী, পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। সেই ধারাবাহিকের সৃজনের দায়িত্বে রয়েছেন সুদীপা।
সূত্রের খবর অনুযায়ী, ধারাবাহিকের কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। দক্ষিণ শহরতলীর এক স্টুডিয়োর তৈরি হয়েছে সেট। অন্তত পাঁচটি দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে ধারাবাহিকে ব্যবহারের জন্য। কুমোরদের জীবনের নানান অজানা তথ্য জানা যাবে এই ধারাবাহিকে। যেমন—প্রতিমা তৈরি করা ছাড়া তারা আর কি করেন, তাদের রোজগার কত, কালী মূর্তি কেন দুর্গা প্রতিমার আগেই তৈরি হয়—এমনই অনেক কিছু উঠে আসবে এই ধারাবাহিকে।
মন ভালো করার ছবি আবার বসন্ত বিলাপ: রাজেশ
শোনা যাচ্ছে প্রথম কয়েকটি পর্ব পরিচালনা করবেন অগ্নিদেব নিজেই। পরে দায়িত্ব নেবেন অন্য কেউ। প্রধান চরিত্রে থাকবেন নবাগত কোনও নায়ক-নায়িকা। বিভিন্ন পার্শ্বচরিত্রে দেখা যাবে কুশল চক্রবর্তী, অনুশ্রী দাস, ভাস্বর চট্টোপাধ্যায়ের মত পরিচিত মুখ।
প্রায় দশ বছর পর টেলিভিশনে ফিরছেন অগ্নিদেব। এক দশক আগে একের পর এক মেগাহিট ধারাবাহিকের সাথে যুক্ত ছিলেন তিনি।