শান্তিনিকেতনে বসন্ত উৎসব উদযাপন করল ‘আন্তরিক’

শ্রীনিকেতন: নাচে, গানে, কবিতায় বসন্ত উৎসব উদযাপন করল ‘আন্তরিক’ সংস্থার ছেলেমেয়েরা। ৩১ মার্চ সন্ধ্যায় শহরের রক্তকরবী মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে।

সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সনাতন দাস বাউলের গান দিয়ে। এরপর সংস্থার ছেলেমেয়েরা সমবেত আবৃত্তি পাঠ করেন। কলকাতা থেকে আগত ‘দশভূজা’ গান ও কবিতা দল সমবেত অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়াও একক সংগীত পরিবেশন করেন শ্রীধারা মল্লিক, স্বরূপ পাল ও ডঃ তানিয়া দাস। নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী শ্রাবন্তী সেন ও জয়িতা বিশ্বাস।

যে জন থাকে মাঝখানে

‘আন্তরিক’-এর এই অনুষ্ঠানে হিন্দি ভাষায় বসন্তের কবিতা পাঠ করেন রিনা বর্মন। এছাড়াও অনুষ্ঠানে বসন্ত আগমনের বিভিন্ন গান গেয়ে এই ঋতুকে বন্দনা করা হয়।

সংস্থার অন্যতম কর্ণধার মধুমিতা বসু বলেন, “শান্তিনিকেতনে আসতে পারলে প্রতিবারই এক অন্যরকম অনুভূতি হয়। গোটা বছর ধরেই মানুষ শান্তিনিকেতনে আসেন কিন্তু বসন্ত উৎসবে আসা একেবারেই ভিন্ন ধরণের অভিজ্ঞতা। আমাদের সংস্থার পক্ষ থেকে শান্তিনিকেতনে এসে বসন্ত উৎসব পালন করতে পেরে আমরা খুবই আনন্দিত।”

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *