‘ক্ষ্যাপা’র সঙ্গে যোগ দিলেন শঙ্কর চক্রবর্তী ও অভিজিৎ আচার্য

RBN News Desk: প্রায় দুই দশকের পুরোনো লোকগানের ব্যান্ড ‘ক্ষ্যাপা’ (Khyapa Female Band)। সেই ব্যান্ডে এবার নতুন সংযোজন দুই পরিচিত মুখ, অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty) ও লোকগায়ক অভিজিৎ আচার্য (Abhijit Acharya)। শুরু থেকেই ব্যতিক্রমী এই ব্যান্ডের বিশেষত্ব, এখানকার প্রত্যেক সদস্য গান গাওয়ার পাশাপাশি যন্ত্রসংগীতও বাজান। গত কয়েকবছর ধরে গোপা আচার্যের (Gopa Acharya) তত্ত্বাবধানে মহিলারাই  ছিলেন এই ব্যান্ডের চালিকাশক্তি। বাংলার নানা প্রান্তে নিয়মিত অনুষ্ঠান করা এই ব্যান্ড এবার দুর্গাপুজো উপলক্ষে রেকর্ড করল তিনটি গান। একটি মৌলিক সৃষ্টি, একটি শচীন দেব বর্মণের জনপ্রিয় গান এবং একটি জনপ্রিয় কীর্তনাঙ্গের গান। গানগুলিতে বাকিদের সঙ্গে শঙ্কর ও অভিজিৎ দু’জনেই কণ্ঠ দিয়েছেন।

‘ছ’টি মিনি, দু’টি হুলো—জমবে এবার মঞ্চগুলো’ এই মুহূর্তে এটাই ক্ষ্যাপার ট্যাগলাইন। তবে সবদিক থেকে ব্যতিক্রমী এই ব্যান্ড শুধু গানে আটকে নেই। তাদের পরিবেশনায় থাকছে কবিতা পাঠ, কখনও আবার নাচও। ব্যান্ডের অন্যতম সদস্য গোপা জানালেন, “আমি, শঙ্করদা, অভিজিৎ, সোনালীদি (চক্রবর্তী) আরও কয়েকজনকে নিয়ে আমাদের ব্যান্ড তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে শঙ্করদা আর অভিজিৎ ব্যস্ত হয়ে পড়ায় মেয়েদের নিয়ে ব্যান্ড গঠনের ভাবনা এসেছিল। যেসব মেয়েরা একইসঙ্গে গাইতে এবং বাজাতে জানে, তাদের মধ্যে কয়েকজনকে বেছে নিয়ে গত দু’বছর ধরে আমরা আবার পথ চলা শুরু করেছি। এবার দু’জন মূল কান্ডারীকে পাওয়া গিয়েছে। আমরা আবার একসঙ্গে পথ চলব।”

আরও পড়ুন: ১৩ বছর পর হিট এল অনুরাগের ঝুলিতে

‘ক্ষ্যাপা’র সদস্যরা হলেন, তমালিকা, স্নেহা, গীতা, চন্দ্রিমা ও সম্পূর্ণা। সকলেই গানে ও যন্ত্রে সমান দক্ষ। ব্যান্ডের মূল ভাবনা নারীত্ব নয়, বরং মনুষ্যত্ব। শঙ্করের কথায়, “আমরা একেবারে নতুনভাবে আত্মপ্রকাশ করছি ক্ষ্যাপা’র মাধ্যমে। ‘ক্ষ্যাপা’ প্রতিবছর পুজোয় নতুন গান প্রকাশ করে। এই ব্যান্ডের জন্মলগ্ন থেকেই আমরা ছিলাম। তবে মাঝে কিছুটা ব্যস্ত হয়ে পড়ায় আমি আর অভিজিৎ সময় দিতে পারিনি। এবার আমরা দু’জনেই এখানে সময় দেব। সেই উদ্দেশ্যেই এবারের গান আমরা সকলে মিলে গাইছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”

নতুন গানগুলিতে কবিতা ও লোকগানের সংমিশ্রণ শ্রোতাদের এক নতুন মাত্রা দেবে বলেই আশাবাদী শিল্পীরা।

গানগুলির রেকর্ডিং ও ভিডিয়ো শুট সম্পন্ন হয়েছে ১৩ জুলাই। শ্রদ্ধা মিউজিকের উদ্যোগে গানগুলি মুক্তি পাবে দুর্গাপুজোর আগে।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *