সুন্দর ভবিষ্যতের আশা, মুক্তি পেল ‘নতুন পৃথিবী’
RBN Web Desk: করোনার গ্রাসে মানবসভ্যতা। এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচার একমাত্র উপায় নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা। ফলত বর্তমানে গোটা বিশ্ব গৃহবন্দী। যানবাহন, কলকারখানা সবকিছুই বন্ধ। ক্রমাগত বেড়েই চলেছে লকডাউনের মেয়াদ। কবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে তা জানা নেই।
কিন্তু মানুষ তো বরাবরই আশাবাদী। ‘আমরা করব জয় নিশ্চয়’, এই মন্ত্র বুকে আগলেই পথ চলে মানুষ। আর এই আশার কথা ভেবেই মানুষ এখনও হাসতে ভোলেনি। সেই আশার গান শোনাতেই গলা মেলালেন একাধিক শিল্পী। ‘নতুন পৃথিবী-আমরা গড়ব’ নামাঙ্কিত এই গান নিয়ে হাজির হলেন তাঁরা। গানটি গেয়েছেন সায়নী পালিত, অভিরাজ দাশগুপ্ত, প্রসূন দাস ও মৃন্ময় দে।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
এই মিউজ়িক ভিডিওতে রয়েছেন অভিরাজ দাশগুপ্ত, উজ্জয়িনী দাশগুপ্ত, রাজীব বোস, সৌগত বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা রায় চক্রবর্তী ও আরও অনেকে। ভিডিওটি পরিচালনা করেছেন সুব্রত শর্মা।
বর্তমান যুদ্ধকালীন এই পরিস্থিতিতে রাজনৈতিক হিংসা, বিবাদ ভুলে একে অপরের কাঁধে সহানুভূতির হাত রাখার কথা বলা হয়েছে এই গানে। লকডাউনের নিয়ম মেনে যে যার নিজের বাড়িতেই শুট করেছেন এই ভিডিও।
গতকাল মুক্তি পেল ‘নতুন পৃথিবী-আমরা গড়ব’।