শিগগিরই ওটিটিতে আসছে কাজলের ‘মা’
RBN News Desk: আজকাল প্রেক্ষাগৃহে ছবি মুক্তি মানেই একশ্রেণীর দর্শকের অপেক্ষা শুরু হয়ে যায় ওটিটিতে কবে দেখা যাবে। কিছু মানুষ সময় করে গিয়ে দেখে উঠতে পারেন না আবার কিছু মানুষ ধরেই নেন মাস দুয়েকের মধ্যেই ডিজিট্যাল মাধ্যমে এসে যাবে ছবিটি, তখন দেখে নিলেই হবে। ফলে প্রেক্ষাগৃহ থেকে ছবি বিদায় নেবার আগেই নির্মাতারা ভেবে ফেলেন ডিজিট্যাল মাধ্যমে ছবিটিকে কবে মুক্তি দেওয়া যায়। কারণ বর্তমান অবস্থায় প্রেক্ষাগৃহে ছবি মুক্তির চাইতে ডিজিটাল মাধ্যমে মুক্তি নিয়ে দর্শকদের উৎসাহ কিছু কম নয়।
সম্প্রতি বড়পর্দায় মুক্তি পেয়ে দর্শকমনে ছাপ ফেলেছে কাজল (Kajol) অভিনীত সুপারন্যাচারাল থ্রিলার ‘মা’ (Maa)। ২৭ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। রহস্য, ভূত আর আবেগের মিশেলে তৈরি এই সিনেমায় কাজলের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে রণিত রায়কে (Ronit Roy)। এক মায়ের অদ্ভুত অভিজ্ঞতা ও তার সন্তানকে ঘিরে রহস্যময় এক গ্রামের গল্প দর্শকদের মনে দাগ কেটেছে। সেই প্রভাব পড়েছে বক্স অফিসেও। দু’সপ্তাহ পার করেও ছবিটি প্রেক্ষাগৃহে চলছে।
আরও পড়ুন: কলকাতার গন্ধ মেখে সুমন মৈত্রের ‘জ়রিয়া’
মুক্তির প্রথম দিনেই প্রায় ₹৪.৬৫ কোটির আয় করে চমক দেখিয়েছে এই ছবি। স্বভাবতই এরপর অনেকে জানতে চাইছেন, কবে ও কোথায় দেখা যাবে ছবিটি? সূত্রের খবর, ‘মা’ ছবির ডিজিটাল স্ট্রিমিং রাইটস রয়েছে নেটফ্লিক্সের কাছে। ছবি মুক্তির অনেক আগেই ওটিটি স্বত্ব বিক্রি হয়ে যায়। সেই নিয়ম মেনে আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই ছবিটি দেখা যাবে ওটিটিতে। চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে চ্যানেলের কনটেন্ট ক্যালেন্ডারে এটি শিগগিরই যুক্ত হবে বলে অনুমান।
‘মা’ ছবিটি আদতে ‘শয়তান’ (Shaitaan) সুপারন্যাচারাল ইউনিভার্সের অংশ, যেখানে অতিপ্রাকৃত শক্তি ও মানবিক আবেগের দ্বন্দ্ব উঠে এসেছে। কাজলের অভিনয় এবং ছবির আতঙ্কের আবহ একে অন্যধরনের হরর অভিজ্ঞতায় পরিণত করেছে। যাঁরা প্রেক্ষাগৃহে ছবিটি মিস করেছেন, তাঁদের জন্য এবার অপেক্ষা ছোটপর্দায় কিংবা ফোনের স্ক্রিনে কাজলের ‘মা’ দেখে নেওয়ার।
