নবদুর্গার মহিমা ব্যাখ্যায় বারাণসীর মন্দিরে
RBN Web Desk: দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সারা বিশ্বের বাঙালি সারা বছর অপেক্ষায় থাকে এই মহা উৎসবের। সেই উৎসবের ঢাকে কাঠি পড়ে মহালয়ার দিন। যদিও মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর প্রত্যক্ষ কোনও যোগাযোগ নেই, তবু বহু বছর আগে থেকেই রেডিওয় চলে আসা মহিষাসুরমর্দিনীর প্রভাতী অনুষ্ঠানের জের টেনে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলেও দুর্গার আবাহন অব্যাহত থাকে।
এ বছর তেমনই এক বিশেষ অনুষ্ঠানে কালার্স বাংলা চ্যানেল দুর্গার ন’টি রূপের ব্যাখ্যা ও উদযাপন করতে চলেছে। ‘নবরূপে মহাদুর্গা’ শীর্ষক এই অনুষ্ঠানে দুর্গার নবরূপ প্রত্যক্ষ করতে বারাণসীর ন’টি মন্দির দর্শন করানো হবে। পৌরাণিক কাহিনী ও মহিষাসুরমর্দিনীর আবির্ভাবের ব্যাখ্যার সঙ্গে দেবীর ন’টি রূপের বর্ণনা ও ব্যাখ্যাও দেখা যাবে এই অনুষ্ঠানে।
আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন
দুর্গার মূল রূপে থাকবেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এছাড়াও দুর্গার অন্যান্য রূপে অভিনয় করবেন দেবলীনা কুমার, উষশী রায়, অদ্রিজা রায়, পল্লবী দে, তিতিক্ষা, টুম্পা ঘোষ ও শ্রীমা। সমগ্র অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনায় রয়েছেন দেবজ্যোতি মিশ্র। চিত্রনাট্য লিখেছেন রঙ্গন চক্রবর্তী।
আগামীকাল ভোর পাঁচটায় কালার্স বাংলা চ্যানেলে দেখা যাবে নবদুর্গার মহিমা ‘নবরূপে মহাদুর্গা’।