স্থিতিশীল লতা, থাকতে হবে আরও ১০ দিন
RBN Web Desk: আপাতত স্থিতিশীল রয়েছেন লতা মঙ্গেশকর। করোনায় আক্রান্ত লতাকে গতকাল মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়। উপসর্গ সামান্য থাকলেও স্বাস্থ্য পরীক্ষায় নিউমোনিয়ার উপস্থিতি পাওয়া যায়। ২৮ সেপ্টেম্বর ৯২ বছরে পা দিয়েছেন কিংবদন্তী এই সঙ্গীতশিল্পী।
আজ হাসপাতালের মেডিক্যাল বোর্ডের তরফে জানানো হয়েছে যে স্থিতিশীল হলেও এখনও লতাকে ১০-১২ দিন আইসিইউতেই রাখা হবে। বয়সের কথা চিন্তা করেই তাঁকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: থাকছেন বিদ্যা
এর আগে ২০১৯ সালের নভেম্বরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন লতা। সুস্থ হয়ে ২৮ দিন পর বাড়ি ফিরেছিলেন।
লতার বোন উষা মঙ্গেশকর সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁরা এখনও হাসপাতালে তাঁকে দেখতে যেতে পারেননি। তবে চিকিৎসকরা লতার শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন।