পুজোর আগেই ‘সিঙ্গল লাইফ’-এ কৌশানী
RBN News Desk: পুজোর আগে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। গানের নাম নজর কাড়ার মতোই, ‘সিঙ্গল লাইফ’ (Single Life)। গানের নাম নিয়ে কোনও বিভ্রান্তি না থাকলেও চমক রয়েছে গানের কথায়। কৌশানীর সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তর সম্পর্ক বহুদিনের। তাই গানের কথায় অনেকেই হয়তো চমকে যাবেন। তবে কৌশানী নিজেই জানিয়েছেন বনির সঙ্গে তাঁর সম্পর্ক অটুট, গানের ভাবনার সঙ্গে বাস্তব জীবনের কোনও মিল নেই। বরং পুজোর আমেজে একেবারে ঝকঝকে একটি মিউজিক ভিডিও উপহার দিতেই এই উদ্যোগ।
গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharyya)। সুর দিয়েছেন কুন্তল দে। ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন করন আরিয়ান। পাশাপাশি, সৃজনশীল পরিচালকের ভূমিকায় রয়েছেন অংশুমান প্রত্যুষ। ভিডিওর রেকর্ডিং ইতিমধ্যেই শেষ, চলতি মাসেই শুরু হবে শুটিং।
আরও পড়ুন: প্রয়াতা মাকে জয় উৎসর্গ করলেন অর্জুন, বিজয়ী তালিকায় আরও বাঙালি
গান নিয়ে আশাবাদী কৌশানী বলেন, “এই পুজোর সবচেয়ে বড় গান হতে চলেছে ‘সিঙ্গল লাইফ’। আমার নিজের কাছে এটা একটা স্পেশ্যাল প্রজেক্ট। পুজোর সেরা নাচের গান হিসেবে দর্শক শ্রোতাদের মন কেড়ে নেবে এই গান। অনেকটা প্রস্তুতি নিয়ে কাজ শুরু করতে চলেছি।” গানের জন্য নতুন গ্ল্যামারাস ও ফেস্টিভ লুকে ধরা দেবেন কৌশানী। পুজো মানেই ঘোরাঘুরি, আড্ডা, খাওয়াদাওয়া আর পুজোর গান। পুজোর আগেই মুক্তি পেয়ে এ বছর দর্শকদের প্যান্ডেল হপিং-এর তালিকায় নতুন সংযোজন হয়ে উঠবে কৌশানীর ভিডিও, তা বলাই বাহুল্য।
