চলে গেলেন জয়শ্রী রায় কবির
লন্ডন : বেশ কিছুদিন অসুস্থ থাকার পর বিগত ১২ জানুয়ারি লন্ডনের এক হাসপাতালে মারা গেলেন প্রখ্যাত অভিনেত্রী জয়শ্রী রায় কবির (Jayashree Roy Kabir)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর একমাত্র পুত্র লেনিন সৌরভ কবির বর্তমানে সিঙ্গাপুরে কর্মরত।
আরও পড়ুন: শুরু হল নন্দিতা রায় – শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির নতুন ছবির কাজ
জন্ম ১৯৫২ সালে কলকাতায়। পড়াশোনা সাউথ পয়েন্ট স্কুলে। ১৯৬৮ তে তিনি হয়েছিলেন মিস ক্যালকাটা। প্রথম ছবি ১৯৭০ -এ সত্যজিৎ রায়ের (Satyajit Ray) পরিচালনায় ‘প্রতিদ্বন্দ্বী’। জয়শ্রী রায় ছিলেন সে ছবির প্রধান নায়িকা। অভিনয় করেছেন পীযুষ বসুর ‘সব্যসাচী’, অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘অসাধারণ’, ইন্দর সেনের ‘ পিকনিক’, সুশীল মুখোপাধ্যায় পরিচালিত ‘রোদন ভরা বসন্ত’ ছবিতে।

সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে জয়শ্রী রায়
আরও পড়ুন: নন্দিতা-শিবপ্রসাদ জুটির নতুন ছবিতে ফিরছেন অর্জুন চক্রবর্তী
বাংলাদেশের অন্যধারার পরিচালক আলমগীর কবির-এর (Alamgir Kabir) ‘সূর্যকন্যা’ ছবির সূত্রে তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা হিসেবে পরিচিতি লাভ করেন। বিয়েও করেন আলমগীর কবিরকে। জয়শ্রী অভিনয় করেন আলমগীর কবিরের ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’ ছবিতে। একসময়ে বুল্বুল আহমেদ – জয়শ্রী জুটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি ছিল। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট-এর মতে বাংলাদেশের সেরা দশ ছবির মধ্যে জয়শ্র্রী কবির-এর দুটি ছবি স্থান পেয়েছে। ১৯৮৯ -এ আলমগীর কবির -এর দুর্ঘটনায় মৃত্যুর কিছুদিন আগে তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীকালে জয়শ্রী দেবী পাকাপাকিভাবে লন্ডনে চলে আসেন। বেশ কিছু সময় তিনি লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা করেছিলেন।
