থ্রিলার সরিয়ে এবার ইতিহাস আর দেশপ্রেমের ঢল বাংলা ছবিতে
থ্রিলার ছেড়ে এবার ইতিহাসে মজেছে বাংলা ছবির ইন্ডাস্ট্রি। আসতে চলেছে একের পর এক ঐতিহাসিক কাহিনী নির্ভর ছবি। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় তথা বাঙালির সংগ্রাম নতুন করে মনে করিয়ে দেবে এইসব ছবি।
শেষের কিছু বছরে দীর্ঘ সময় ধরে বাংলা ছবিতে দাপিয়ে বেড়িয়েছেন বিভিন্ন গোয়েন্দারা। ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু, বিমল কুমার, মিতিনমাসি, শবর দাশগুপ্ত থেকে নিয়ে একেনবাবু পর্যন্ত সব ধরনের গোয়েন্দারা ছবিতে তো বটেই এমনকি ওয়েব সিরিজ়েও দর্শন দিয়েছেন নিয়মিতভাবে। তৈরি হয়েছে নতুন নতুন গোয়েন্দা চরিত্রও। সেইসঙ্গে নানা রঙের থ্রিলার কাহিনীর ভিড়ে পুজো ক্রিসমাস স্বাধীনতা দিবসের ছুটি জমে গিয়েছে বার বার। সেই ট্রেন্ডে কি এবার একটু চিড় ধরেছে? নাকি লাগাতার থ্রিলার গোয়েন্দা ওভারডোজ়ে দর্শকদের বদহজম হয়ে যাচ্ছে? নাহলে হঠাৎ করেই দেশপ্রেম ট্রেন্ড (Trend) জেগে উঠবে কেন? বেশ কিছু গোয়েন্দা চরিত্র যদিও এখনও স্বমহিমায় বিরাজ করছেন তবু যেন ইদানিং গোয়েন্দা কাহিনীতে আর তেমন রুচি নেই বাঙালি দর্শকের।
আরও পড়ুন: পুজোর ছবি, ছবির পুজো
এই দেশপ্রেমের শুরুটা অবশ্য নতুন করে হয়নি। সৃজিত মুখোপাধ্যায়, অরুণ রায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচালকের হাত ধরে ‘রাজকাহিনী’, ‘হীরালাল’, ‘বাঘা যতীন’, ‘৮/১২’, ‘গোলন্দাজ’ তৈরি হয়েছে। তবে সবটাই হয়েছে ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু গত কয়েক মাসে একের পর এক বাংলা ছবির কথা শোনা গিয়েছে বা যাচ্ছে যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক উঠে আসবে নতুনভাবে। বাংলায় একসঙ্গে এত ঐতিহাসিক ছবি আগে কখনও নির্মিত হয়েছে বলে মনে হয় না।
আসন্ন দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি ‘দেবী চৌধুরাণী’ এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’। এরপরে রয়েছে বিপ্লবী অনন্ত সিংহকে নিয়ে পথিকৃৎ বসুর ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ এবং সাঁওতাল বিদ্রোহের দুই নেতা সিধু ও কানু মুর্মুর কাহিনী নিয়ে আবির রায়ের ‘হুল’। সদ্য সৃজিত ঘোষণা করেছেন আরও একটি ছবির। প্রেক্ষাপট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসের প্রকাশকে ঘিরে লেখকের সঙ্গে ইংরেজ সরকারে র সংঘাত। এর বেশি এখনই কিছু জানা যাচ্ছে না এই ছবি সম্পর্কে। পিছিয়ে নেই অন্য ইতিহাসও। এই শীতে মুক্তি পেতে চলেছে ভক্তি আন্দোলন ও শ্রীচৈতন্যকে নিয়ে সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটিও। কয়েক মাস আগে মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায়ের ছবি ‘বিনোদিনী’। সদ্য শুটিং শুরু হয়েছে সায়ন্তন ঘোষালের ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির।
আরও পড়ুন: তিনবার অভিনেতা পাল্টে ‘গুপী’ হলেন তপেন
ইতিহাস যে নতুন করে আবারও বাঙালি পরিচালকদের ভাবাচ্ছে সেটা অবশ্যই বাংলা ছবির বাজেট ও বাজার, দুই ক্ষেত্রেই ভালো ফলাফল দেবে আশা করা যায়। তাই আগামী কয়েক মাসের ছবি মুক্তির দিকে তাকিয়ে বাংলা ছবিতে আপাতত অগ্নিযুগ ফিরে এসেছে বলা যেতে পারে বোধহয়।