প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায় প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন প্রাক্তন ফুটবলার প্রদীপ কুমার (পি কে) বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ৭ ফেব্রুয়ারি থেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিবারের এক সদস্য প্রয়াণের খবর জানান।
৭ ফেব্রুয়ারি থেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পি কে। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের টিম সর্বক্ষণ তাঁর পর্যবেক্ষণ করলেও চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছিলেন না তিনি।
আরও পড়ুন: মহাভারতকে নতুন আঙ্গিকে তুলে ধরলেন শুভাপ্রসন্ন
এর আগে বুকে সংক্রমণ ও স্নায়ু সমস্যায় ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও কোচ। এছাড়া পারকিনসন ও স্নায়ুর সমস্যাতেও আক্রান্ত ছিলেন তিনি।
১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে পিকের দল ৪-২ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায়। ২০০৪ সালে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা তাঁকে অর্ডার অব মেরিট প্রদান করে।