ফিরছে দেব – শুভশ্রী জুটি

RBN News Desk: আবার পর্দায় ফিরে আসতে চলেছে ম্যাজিক !! সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে সম্ভাবনা দেখা গিয়েছে তেমনই। বড়পর্দায় ফিরে আসছে দেব-শুভশ্রী জুটির নতুন ছবি।

২০২৫ এ মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) বেশ কয়েক বছর ধরে আটকে থাকা ছবি ‘ধূমকেতু’ (Dhumketu)। এই ছবি নির্মাণের সময় দেব (Dev) ও শুভশ্রী (Subhashree)-র রোম্যান্স তুঙ্গে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছিল তাদের সম্পর্কের রসায়ন। ব্যক্তিগত জীবনে তাদের ব্রেক আপ-এর পর শুভশ্রী পরিণয় সূত্রে আবদ্ধ হন পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)সঙ্গে। আর দেব-এর সঙ্গে জড়িয়ে যায় রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) নাম। এ ছবির পর থেকে সাধারণত দেব শুভশ্রী সাধারণত পরস্পরকে এড়িয়েই গেছেন। তবে ‘ধূমকেতু’ মুক্তির প্রচারকে কেন্দ্র করে আবার জনসমক্ষে দেব-শুভশ্রী জুটির পারফরম্যান্স তাদের অনুরাগীদের কাছে ফিরিয়ে আনে সেই হারিয়ে যাওয়া ম্যাজিক। বাংলা ছবির জগতে নিয়ে আসে নতুন শব্দবন্ধ ‘দেশু’ (DeSu)।

এই বছরের শুরুতেই শোনা যাচ্ছিল হয়তো আবার ফিরে আসবে দেব – শুভশ্রী জুটি। আর সেই সম্ভাবনায় আজ একেবারে সিলমোহর বসিয়ে দিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স -এর সোশ্যাল মিডিয়া পোস্ট। খুব সম্ভবত এবারের পুজোর ছবি হিসেবে ১৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে দেশু জুটির সপ্তম ছবি। নাম যদিও এখনও ঠিক হয়নি। পরিচালনায় সুজিত দত্ত (Soojit Dutta)। যিনি আগে দেব (Dev) – যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) কে নিয়ে ‘খাদান’ (Khadaan) ছবিটি করেছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *