পাটুলি স্ট্রিট লাইব্রেরিতে নজরুলের ছায়ানটের বই প্রদান
RBN Web Desk: দুর্গা পুজোর প্রাক্কালে কলকাতার পাটুলি স্ট্রিট লাইব্রেরিতে কাজী নজরুল ইসলামের লেখা ৩৫টি বই উপহার হিসেবে প্রদান করল ছায়ানট (কলকাতা)। ফেব্রুয়ারিতে এই স্ট্রিট লাইব্রেরি পথচলা শুরু করে। শহরের এক নামী স্কুলের স্কুলের দশম শ্রেনীর ছাত্র কিংশুক হালদারের ইচ্ছেতেই তার বাবা কালীপদ হালদার ও মা কুমকুম হালদার এই গ্রন্থাগারের সূচনা করেন। ছেলের কাছেই তাঁরা প্রথম জানতে পারেন, আশেপাশের বন্ধুদের মোবাইলে আসক্তির কথা। তাই সকলের, বিশেষ করে শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতেই তাঁরা এই উদ্যোগ গ্রহণ করেন।
ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক বললেন, “কলকাতার বুকে এ এক অভিনব উদ্যোগ। আমরা সবসময় এই ধরনের উদ্যোগের পাশে থাকি। নজরুলের লেখা ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষে, পাটুলি স্ট্রিট লাইব্রেরির সঙ্গে যৌথভাবে একটি অনুষ্ঠানের পরিকল্পনাও করেছি।” তিনি সকলকে এই লাইব্রেরি পরিদর্শন করার অনুরোধ জানান।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
২০০৮ সালের মে মাসের মাঝামাঝি থেকে ছায়ানট (কলকাতা) পথচলা শুরু করে।
পাটুলি স্ট্রিট লাইব্রেরি থেকে নিখরচায় বই নিয়ে পড়ে আবার ফেরত দিয়ে আসা যায়।