বুসানে পুরস্কৃত অপর্ণা সেনের নতুন ছবি
RBN Web Desk: বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো অপর্ণা সেনের ছবি ‘দ্য রেপিস্ট’। উৎসবে কিম জি-সেওক পুরস্কার পেল ছবিটি। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে ঘটে যাওয়া নির্ভয়া গনধর্ষণ কাণ্ড অবলম্বনে এই ছবি পরিচালনা করেছেন অপর্ণা।
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় অপর্ণা জানিয়েছেন যে এই সম্মান তাঁর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি কিমকে ব্যক্তিগতভাবে চেনেন। এশিয়ার চলচ্চিত্রকে বিশ্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কিম। বেশ কয়েক বছর আগে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারকমণ্ডলীর সদস্য ছিলেন অপর্ণা। সেই সময় কিমের সঙ্গে তাঁর আলাপ হয় বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন
‘দ্য রেপিস্ট’-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা ও অর্জুন রামপাল। এর আগে ২০১৩-তে কঙ্কনা ও অর্জুন একসঙ্গে অভিনয় করেন বিনোদ মিত্র পরিচালিত ‘মেরিডিয়ান লাইনস’ ছবিতে। আট বছর পর ফের দুজনে জুটি বাঁধলেন।
ছবি: গার্গী মজুমদার