ধারাবাহিক খুনের ঘটনা নিয়ে আসছে রহস্যে মোড়া ‘আঁশ’

RBN Web desk: শহরে একের পর এক প্রতিষ্ঠিত ব্যক্তির খুন, কিন্তু কেন? এই ব্যক্তিদের মধ্যে কোথাও কি মিল রয়েছে? খুনির উদ্দেশ্য কী? পুলিশ নাজেহাল হয়ে যায় খুনিকে ধরতে। এরকমই এক টান টান থ্রিলার কাহিনীতে আসছে পরিচালক অনিন্দ্য বসুর (মোটাভাই) ছবি ‘আঁশ’ (Aansh)। অভিনয়ে রয়েছেন জ্যামি বন্দ্যোপাধ্যায় (Jammy Banerjee), পুষণ দাসগুপ্ত (Pushan Dasgupta), মিশর বসু (Mishor Bose), বরুণ দে, পূজা সরকার, সৌম্য ভট্টাচার্য, শুভ্রপ্রকাশ মুখোপাধ্যায়, সায়ন সূর্য, অভ্রনীল ঘোষ। প্রকাশিত হলো ছবির প্রথম লুক।

শহরে একটার পর একটা খুন হয়ে চলেছে। নিহতরা প্রত্যেকেই সমাজে প্রতিষ্ঠিত মানুষ। কিন্তু এইসব মানুষের ভদ্র চেহারার আড়ালে রয়েছে ভয়ানক অতীতের কাহিনী। শোষণ, নিপীড়ন করেও রেহাই পেয়ে যাওয়ার ইতিহাস রয়েছে এদের প্রত্যেকের জীবনে। কেসের তদন্তভার গিয়ে পড়ে সাব-ইন্সপেক্টর নির্ঝর নাথের হাতে। নির্ঝর যে কোনও কেসে অন্যায়ের শেষ দেখে ছাড়ে। দরকারে গুলি চালাতে দু’বার ভাবে না সে। নির্ঝরের ভূমিকায় থাকছেন জ্যামি। এতগুলো খুনের কিনারা নির্ঝর কীভাবে করবে তাই নিয়েই রহস্য কাহিনী ‘আঁশ’।

আরও পড়ুন: মনীষার খোঁজে অরিন্দম শীল, সঙ্গী কুণাল ঘোষ

তাঁর চরিত্র প্রসঙ্গে জ্যামি বললেন, “এই ছবিতে ভিন্ন এক ভূমিকায় দেখা যাবে আমাকে। এমন একজন পুলিশ অফিসার যে নিজের শর্তে কাজ করে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তার নিজের কাছে প্রতিশ্রুতি। সমাজের সমস্তরকম অন্যায়ের বিরুদ্ধে লড়তে চায় নির্ঝর। আশা করছি দর্শকদের ভালো লাগবে নির্ঝরকে।”

ছবিতে চিত্রগ্রহণ করেছেন অর্কজ্যোতি চৌধুরী। ছবির শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। কিছুদিনের মধ্যেই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *